শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সংবাদ সংক্ষেপ

ভারতীয় দুই সমর্থক আটক!

নতুনধারা
  ১১ জুলাই ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে এসে অপ্রীতিকর এক ঘটনার জন্ম দিলো একদল ভারতীয় সমর্থক। টি-শার্টে 'পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০' আর মুখে খালিস্তানের দাবিতে স্স্নোগান তুলে ম্যানচেস্টার পুলিশের হাতে আটক হন তারা।

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খালিস্তানকে স্বাধীন ভূ-খন্ডের দাবি জানিয়ে টি-শার্টে রাজনৈতিক বার্তা বহন করে নিয়ে আসেন শিখ সম্প্রদায়ের কিছু মানুষ। সেইসঙ্গে স্স্নোগানও তোলে তারা। এসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রম্নত বিক্ষোভকারীদের স্টেডিয়াম থেকে বের করে দেয়। এরপর বৃহত্তর ম্যানচেস্টারের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামে সম্প্রীতির পরিস্থিতি নষ্ট করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা ৩০ জুন বার্মিংহ্যামে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড ম্যাচের দিনেও স্টেডিয়ামে গোলযোগের চেষ্টা করেছিল। সেদিনও নিরাপত্তারক্ষীরা তাদের স্টেডিয়ামে বেশিক্ষণ থাকতে দেননি।

এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সমর্থনে স্থানীয় আন্দোলনকারীরা বিবৃতি প্রদান করেছেন। শিখদের ওই গোষ্ঠীর পক্ষ থেকে ম্যানচেস্টার পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন পরমজিৎ সিংহ পাম্মা নামের এক ব্যক্তি।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে 'জাস্টিস ফর বেলুচিস্তান' লেখা ব্যানার বিমানে করে আকাশে উড়ার মতো অনাকাঙ্ক্ষি ঘটনার পর লিডসের হেডিংলিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কাশ্মীর স্বাধীনের দাবিতে 'জাস্টিস ফর কাশ্মীর' লেখা ব্যানার উড়তে দেখা যায়।

ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ভেনু্যর আকাশসীমায় বিমান উড়ার ওপর আইসিসির অনুরোধে নিষেধাজ্ঞা জারি করা করে যুক্তরাজ্য। এসব ঘটনার পরও গ্যালারিতে স্বাধীন খালিস্তানের দাবি ওঠার ঘটনা আইসিসিকে মূলত বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।

অজিদের সতর্ক করলেন পস্নানকেট

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে অতীতের ইংল্যান্ড দলগুলোর চেয়ে ইয়ন মরগানের নেতৃত্বাধীন বর্তমান দলটিকে আলাদা বলে দাবি করেছেন পেসার লিয়াম পস্নানকেট। নিজেদের দিনে স্বাগতিকদের যে কাউকে হারানোর সামর্থ্য আছে বলেও

জানিয়েছেন তিনি।

আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ২০০৭ বিশ্বকাপে প্রথম দেশের প্রতিনিধিত্ব করা পস্নানকেট মনে করেন, বিশ্বমঞ্চে সত্যিকারের শিরোপার দাবিদার বর্তমান ইংল্যান্ড দলটি, 'অতীতে ইংল্যান্ড দলে থাকা অবস্থায় আমি কখনো বিশ্বকাপ জেতার প্রত্যাশা করিনি। আমাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমরা এটা জিতব। আমি এমন সব দলে খেলেছি যেখানে আপনি বিশ্বকাপ জেতার আশা করতেন না এবং মানুষও আশা করত না যে আপনি জিতবেন। কিন্তু এখন সমর্থকরা অনেকটা আশা করছে,

এই দল নিয়ে আমরা ম্যাচ ও

সিরিজ জিতব।'

দ্বিতীয় সেমিফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে প্রাথমিক পর্বে হেরেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষকে তাই সমীহ করলেও ফাইনালে যেতে আত্মবিশ্বাসী পস্নানকেট, 'অস্ট্রেলিয়া দুর্দান্ত একটা দল। তাদের দারুণ সব খেলোয়াড় আছে এবং তারা অভিজ্ঞ। কিন্তু আমাদের আগের দলটির তুলনায় এটা ভিন্ন একটা দল। আর আমাদের নিজেদের দিনে যদি আমরা কিছুটা ভালো ক্রিকেট খেলি, তাহলে আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি।'

পাঁচ ম্যাচ খেলে এবার ৮ উইকেট নেয়া রোমাঞ্চ আরও বেশি। ৩৪ বছর বয়সি এই পেসারের এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ। ভারতে ২০২৩ সালের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই শেষ আসরটা রাঙাতে চান তিনি, 'আমি মনে করি না আরেকটি বিশ্বকাপ খেলা হবে আমার। ব্যক্তিগতভাবে তাই এই বিশ্বকাপ আমার জন্য দারুণ

কিছুর উপলক্ষ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57664 and publish = 1 order by id desc limit 3' at line 1