শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ স্বপ্নে ঈদে বাড়ি যাচ্ছেন না মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ আগস্ট ২০১৯, ০০:০০
নারী টি২০ বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে নারী ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। এ কারণেই ঈদের আনন্দকেও ছাড় দিচ্ছেন বাংলাদেশের মেয়েরা -ফাইল ফটো

চলতি মাসের শেষে স্কটল্যান্ডে নারীদের টি২০ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে। তার জন্য গতকাল বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন নারী ক্রিকেটাররা। চলবে ঈদের আগেরদিন পর্যন্ত। ঈদের একটি দিন ছুটি পেলেও পরদিন থেকে ফের শুরু ক্যাম্প। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নে ঈদের আনন্দকেও ছাড় দিচ্ছেন মেয়েরা।

অথচ গত মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে নারীদের বাংলাদেশ 'এ' দল। যেখানে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই ছিলেন। ক্যাম্প শুরুর আগে বুধবার মাত্র একদিন ছুটি মিলেছে তাদের। ঈদের আগে সময় আছে মাত্র ২ দিন। চাইলেও এ সময়টা পার করে ঈদের পরই ক্যাম্প শুরু করতে পারতেন। কিন্তু সে পথে হাঁটছে না তারা। তাই ঈদে ঢাকাতেই থাকতে হচ্ছে তাদের। বাছাই পর্বে ভালো করার লক্ষ্যে ছাড়টুকু দিচ্ছেন খেলোয়াড়রা।

বৃহস্পতিবার ক্যাম্পের প্রথমদিনে চলেছে জিম সেশন। এর পর একদিন নেট সেশন, বাকি দুইদিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। একটি অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে, অপরটি ঢাকা মেট্রোর বিপক্ষে। ঈদের পর ১৫ আগস্ট নেদারল্যান্ডসে উদ্দেশে রওনা দেবে মেয়েরা। প্রতিযোগিতা শুরুর আগে সেখানে চলবে ১০ দিনের ক্যাম্প।

দক্ষিণ আফ্রিকায় মেয়েদের এ দলের অধিনায়ক ছিলেন নিগার সুলতানা। প্রথম দিনেই যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে। ক্রিকেটের জন্য সবকিছু মানিয়ে নিয়েছেন এ তরুণী, 'অনেক সময় তো ঈদের দিনেও ক্রিকেট খেলতে হয়। আমরা এটা মানিয়ে নিয়েছি। পরিবার থেকে বাইরে থাকতে থাকতে এটা অভ্যাস হয়ে গেছে। তবে ক্যাম্পটা রাখার উদ্দেশ্য হলো আমরা যারা জুনিয়র ছিলাম তারা কিছু ম্যাচ পেয়েছি, কিন্তু এর বাইরে ৭-৮ জন যারা বাইরে ছিল তারা ম্যাচ পায়নি। উনাদের নিয়ে সবাই যদি একসঙ্গে ম্যাচ খেলে যাই তাহলে আমাদের জন্যই ভালো হবে। টিম কম্বিনেশনও দেখা হয়ে যাবে আরেকবার।'

ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদও বলছেন পেশাদারিত্বের কথা, 'আমরা যেহেতু পেশাদার ক্রিকেটার। তাই ক্রিকেটে ফোকাস রাখা খুব জরুরি। তার উপর সামনে আমাদের বিশ্বকাপ বাছাই পর্ব। তাই এ মুহূর্তে ক্রিকেটের বাইরে আমাদের অন্য কোনো ভাবনা নেই। ঈদের ছুটি পেলাম কী পেলাম না এ নিয়ে ভাবছি না।'

এ প্রসঙ্গে নারী দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম বললেন, 'বাছাইপর্ব খেলতে আমরা স্কটল্যান্ডে যাব। তার আগে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প হবে নেদারল্যান্ডে। সেখানে আমরা চারটি প্রস্তুতি ম্যাচ খেলব। তবে জাতীয় দল এবং 'এ' দল সবাই দক্ষিণ আফ্রিকা গিয়েছিল। 'এ' দল তাদের খেলা খেলেছে। বাকিরা প্রশিক্ষণের মধ্যে ছিল। চার দিনের একটা প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ওদের। একটা জিম সেশন আছে, একটা নেট সেশন আছে এবং দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ওরা বিকেএসপিতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61868 and publish = 1 order by id desc limit 3' at line 1