শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির হার, আর্সেনালের জয়

নতুনধারা
  ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

সহজ জয়ের প্রত্যাশা নিয়ে রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। উল্টো শেষ দিকে দুই গোল করে পেপ গার্দিওলার দলকে চমকে দিল উলভস। অ্যাডামা ট্রাওরের জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে ৪০ বছর পর ম্যানসিটির মাঠে জিতে ইতিহাস গড়ল তারা। ম্যানসিটির মতো প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চ্যাম্পিয়নদের হারের রাতে জয়ের দেখা পেয়েছে চেলসি ও আর্সেনাল। সাউদাম্পটনকে ৪-১ গোলে চেলসি আর বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে জিতেছে গানাররা। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল।

ঘরের মাঠে রক্ষণের ভুলে খেলার শেষ দিকে দুটি গোল হজম করে ম্যানসিটি। যদিও গোলের প্রথম সুযোগ তৈরি করেছিল উলভস। একা গোলরক্ষককে পেয়েও গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন প্যাট্রিক কুত্রোনে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। ডেভিড সিলভার ফ্রি কিক ক্রসবারে আঘাত করলে গোলের দেখা পায়নি ম্যানসিটি। কয়েক ?মুহূর্ত পর ক্যানসেলো বক্সের মধ্যে খুঁজে পান বার্নার্দো সিলভাকে, কিন্তু তার লক্ষ্যে নেওয়া শট সের্হিয়ো আগুয়েরোর গায়ে লেগে ফিরে যায়।

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে চমৎকার কাউন্টার অ্যাটাকে গোলমুখ খোলে ম্যানসিটি। হিমেনেস দারুণ ড্রিবলিংয়ে নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে ট্রাওরেকে পাস দেন। স্প্যানিশ উইঙ্গার নিচু শটে এদারসনকে পরাস্ত করে উলভসকে এগিয়ে দেন। সিটির সমতা ফেরার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অতিথিরা ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে জয় নিশ্চিত করে। হিমেনেসের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে দ্বিতীয় গোলটিও করেন ট্রাওরে। ২০১০ সালের পর এই প্রথম ম্যানসিটি বধ করল উলভস। এই হারে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপার মিশনে বড় ধাক্কা খেল ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়াল ৮ পয়েন্টে। লিভারপুল ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সিটিজেনদের অর্জন ১৬ পয়েন্ট।

এদিকে রাতের আরেক ম্যাচে আর্সেনাল কষ্টের জয় পেয়েছে এএফসি বোর্নমাউথের বিপক্ষে। ৯ মিনিটে ডেভিড লুইজের লক্ষ্যভেদে ১-০ গোলে জিতেছে তারা। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেছে গানাররা। আর ম্যানইউ ১-০ গোলে হেরেছে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে। স্বাগতিকদের একমাত্র গোল করেন ম্যাথু লংস্টাফ। ৭২ মিনিটের ওই লক্ষ্যভেদে লিগে টানা ৮ ম্যাচ প্রতিপক্ষের মাঠে জিততে পারল না ম্যানইউ। এই হারে ৯ পয়েন্ট নিয়ে ১২তম তারা।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে চেলসি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাউদাম্পটনকে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে প্রথমবার লিগে টানা ম্যাচ জিতল বস্নুজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70085 and publish = 1 order by id desc limit 3' at line 1