শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
লিটন-নাঈম ভালো আছেন

বিশ্রাম না নিলে বিপদ মাহমুদউলস্নাহর

ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন- ভারত সফর থেকে সঙ্গে নিয়ে ফেরা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে মুক্তি পেতে মাহমুদউলস্নাহকে আরো অন্তত এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
ক্রীড়া প্রতিবেদক
  ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০
কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে ব্যাট করতে গিয়ে ভারতীয় বোলারের বাউন্সারে শুধু পরাস্তই নন, ইনজুরিতে পড়েন মাহমুদউলস্নাহ রিয়াদ -ওয়েবসাইট

হ্যামস্ট্রিং ইনজুরি মাহমুদউলস্নাহ রিয়াদের জন্য নতুন কোনো বিষয় নয়। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও খেলে যান। আর তাতেই বিপদ আরও বাড়ে। মাঝে লম্বা সময় পেলেও ভারতের বিপক্ষে বার্মিংহামে ম্যাচটা ঠিকই মিস করেন তিনি। ভারত সফরে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংস থেকেও রিটায়ার্ড হার্ট হয়ে সরে আসতে বাধ্য হয়েছেন হ্যামস্ট্রিং ইনজুরির জন্য। সামনেই বঙ্গবন্ধু বিপিএলের ব্যস্ততা শুরু হচ্ছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বিপিএলে খেলছেন মাহমুদউলস্নাহ রিয়াদ। কিছুদিনের মধ্যেই দলের অনুশীলন শুরু হচ্ছে। তবে অনুশীলন পর্বের শুরুটা নিশ্চিতভাবেই মিস করছেন তিনি।

বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন- ভারত সফর থেকে সঙ্গে নিয়ে ফেরা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে মুক্তি পেতে তাকে আরো অন্তত এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ভারত সফর থেকে মাহমুদউলস্নাহ রিয়াদ দেশে ফিরে এসেছেন গত রোববার রাতের ফ্লাইটেই।

মাহমুদউলস্নাহ রিয়াদের হ্যামস্ট্রিং ইনজুরি এবং তা থেকে মুক্তি ও তার ক্রিকেটে ফেরার সম্ভাব্য সময় নিয়ে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের জানান, 'মাহমুদউলস্নাহর ইনজুরিটা হচ্ছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি। তার স্ক্যান রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। খুব অল্প মাত্রার হ্যামস্ট্রিং হলেও আমরা সাধারণত ফিটনেস ফিরে পেতে ৭ দিনের বিশ্রাম বেঁধে দেই। যাতে এই সময়ের মধ্যে পূর্ণ বিশ্রাম হয়। সঠিকভাবে রিহ্যাব হয়। ফিট না হয়ে খেলায় ফিরলে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। একই ইনজুরি ওই জায়গাতে হলে তখন সেটা সারতে লম্বা সময় লাগে। আমাদের প্রধান কাজ হচ্ছে ওর দ্বিতীয় ইনজুরিটা আটকানো। কারণ একই জায়গায় দ্বিতীয়বার চোট পেলে ফিরতে দ্বিগুণ সময় লাগতে পারে। তখন পূর্ণমাত্রায় মাঠে ফিরে আসতে অন্তত এক মাসের মতো সময় লেগে যায়। আর তৃতীয়বার একই স্থানে চোট লাগলে সেই খেলোয়াড়ের পুরো মৌসুম মিস করার একটা আশঙ্কা থাকে। আর তাই এক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা পদ্ধতির সঙ্গে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইনজুরিটা যেন দ্বিতীয়বার না হয় সেটার ব্যবস্থা করা।'

চিকিৎসকের এই পূর্ব সতর্কতাই জানাচ্ছে সামনের পুরো সপ্তাহ এখন মাহমুদউলস্নাহ রিয়াদের একটাই কাজ- পূর্ণ বিশ্রাম।

ইডেনে প্রথম ইনিংসে ১০৬ রানে প্যাকেট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে বিপদে পড়া দলকে উদ্ধার করতে নেমে ছিলেন মাহমুদউলস্নাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ১৩ রানে ৪ উইকেট হারানো দলকে সামনের দিকে টেনে নিচ্ছিলেন এই দুই সিনিয়র। কিন্তু ৪১ বলে ৩৯ রান করার পর হঠাৎ পেশিতে টান পড়ায় মাহমুদউলস্নাহ মাঠ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয় ইনিংসে তখন ১৯ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৮২ রান। চোটের মাত্রা এত বেশি ছিল যে পরদিনও ব্যাটিংয়ে নামতে পারেননি মাহমুদউলস্নাহ। ইডেনে সেই টেস্ট বাংলাদেশ হারে ইনিংস ও ৪৬ রানে।

এদিকে একই ম্যাচে হেলমেটে বাউন্সার লাগা লিটন-নাঈম ভালো আছেন। ইডেন টেস্টে প্রায় একই রকম চোট পেয়েছেন লিটন দাস ও নাঈম হাসান। দুজনেই একই ধরনে সেই ম্যাচ থেকেও ছিটকে গেছেন। দুজনেই চোট নিয়ে ফেরার পর আর খেলায় ফিরতে পারেননি। তারা দুজনেই এখনো (মঙ্গলবার, বিকেলে এই রিপোর্ট লেখার সময়) দেশে ফেরেননি। অবশ্য এই দুই খেলোয়াড় এখনো দেশে না ফিরলে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী তাদের চোটের ধরন এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পুরোদস্তুর খোঁজখবর রাখছেন।

ইডেন টেস্টের প্রথম ইনিংসেই এই দুজন চোট পান। সেদিনই সঙ্গে সঙ্গে তাদের কলকাতার স্থানীয় উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেলমেটে এই ধরনের চোট লাগলে সাধারণত বিলম্বে চেতনা হারানোর একটা উপসর্গ দেখা যায়। আর তাই সেই আশঙ্কা থেকেই তাদের দুজনকেই ইডেন টেস্টের বাকি সময় থেকে সরিয়ে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী তাদের জায়গায় নতুন দুজন খেলোয়াড়কে একাদশে জায়গা দেওয়া হয়।

এই দুজনের ইনজুরির সর্বশেষ সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান- 'মাথায় চোট পাওয়ার পর কলকাতায় ওদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানকার হাসপাতালে স্ক্যানও করানো হয় দুজনকে। স্ক্যানের রিপোর্টে কোনো বিস্নডিং বা খারাপ কিছু পাওয়া যায়নি। ধরে নিচ্ছি ওদের কনকাশনটা তেমন মারাত্মক কিছু নয়। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথম দুদিন ওদের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছে। আইসিসির কিছু গাইডলাইন আছে মাথায় চোট পাওয়ার বিষয়ে। আঘাত লাগার দুদিন পর ওরা স্বাভাবিকরূপে শারীরিকভাবে কাজ শুরু করতে পেরেছে। এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট দেখে বলতে পারছি যে ওরা আশঙ্কামুক্ত। পরবর্তীতে ওরা দেশে ফিরলে আমরা আবার ওদের রিভিউ করব। তবে সকলের সহযোগিতায় এতটুকু বলতে পারি যে ওরা শঙ্কামুক্ত আছে।'

ইনজুরিতে আছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপস্নবও। ভারতে টি২০ সিরিজ শেষে দেশে ফেরা আমিনুল ইসলাম বিপস্নব ইনজুরিতে পড়েন। আর সেই চোটেই এখন তাকে নেপালে এসএ গেমসও মিস করতে হচ্ছে। ড. দেবাশীষ জানান, 'এসএ গেমসের জন্য দল শিগগিরই যাচ্ছে। কিন্তু ইনজুরিতে থাকায় বিপস্নব এবং শফিকুলের এই গেমসে যাওয়া হচ্ছে না। ওদের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77278 and publish = 1 order by id desc limit 3' at line 1