শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএ গেমসে স্বর্ণ জিততে চায় টাইগাররা

আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার আগে প্রতিটি ম্যাচ ভালোভাবে শেষ করে ফাইনালে যেতে চাই - অফিফ হোসেন
ক্রীড়া প্রতিবেদক
  ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০
নেপালে এসএ গেমস সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের সদস্যরা -ওয়েবসাইট

ইমার্জিং এশিয়া কাপের আসর শেষ হলো কদিন আগে। তার সপ্তাহ খানিক পার হতে না হতেই ব্যস্ততা শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের জন্য। ইমার্জিং কাপের ফাইনালে হেরে যায় বাংলাদেশ। গোটা টুর্নামেন্টে অপরাজিত থাকা উদীয়মান টাইগারদের স্বপ্ন ভঙ্গ হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে।

জাতীয় দল হোক আর বয়সভিত্তিক দল হোক, ফাইনাল মানেই যেন স্বপ্ন ভঙ্গের দিন। এবারের এসএ গেমস দিয়ে ইমার্জিং কাপের ফাইনালের হতাশা ভুলতে চায় টাইগাররা। বাংলাদেশ দলের বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে এবং আফিফ হোসেন জানিয়েছেন এমনটাই।

কোচ চাম্পাকা রামানায়েকে বলেন, 'আমি অনেক বেশি আশাবাদী। আমরা এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছি। ছেলেরা ভালো ফর্মে আছে। ফাইনালে এমন হতেই পারে কিন্তু ছেলেরা পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে। আশা করছি এবার ফাইনাল জিতে স্বর্ণ আনতে পারব।' বলেন চাম্পাকা রামানায়েকে।

আগামী ১ ডিসেম্বর থেকে নেপালের পোখারায় বসতে যাচ্ছে এসএ গেমসের আসর। এর আগে ২০১০ সালের আসরে স্বর্ণ জয়ের অনন্য কীর্তি গড়েছিল বাংলাদেশ ক্রিকেট। ২০১৬ সালে গুয়াহাটি ও শিলংয়ের আসর বসলেও সেবার রাখা হয়নি ক্রিকেট। এক আসর বাদে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট ইভেন্ট।

রামানায়েকে গণমাধ্যমকে জানান, তার আশার কথা। জিততে চান স্বর্ণ। অনূর্ধ্ব-২৩ দলের বেশির ভাগ খেলোয়াড় দিয়ে দল গড়া হলেও এই দলে থাকবেন জাতীয় দলের নিয়মিত মুখ সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, আফিফ হাসানদের মতো উদীয়মান তারকারা। তাদের নিয়েই স্বর্ণ জয়ের স্বপ্ন চাম্পাকার, 'পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটি আমাদের জন্য খারাপ ছিল। এখনো সুযোগ রয়েছে সামনে ভালো কিছু করার। এই মুহূর্তে আমরা অসন্তুষ্ট নই। কারণ ফাইনালের আগে আমরা ভারত, আফগানিস্তানকে হারিয়েছি। কিছুটা হতাশা তো কাজ করছেই কারণ কোচ হিসেবে বলতে গেলে জেতা উচিত ছিল। কারণ জেতাই মূল বিষয়। এসএ গেমসের জন্য আমরা প্রায় একই দল নিয়েই যাচ্ছি। যা খুবই গুরুত্বপূর্ণ। সেখানেও ফাইনাল খেলার চেষ্টা করব এবং স্বর্ণ জেতার চেষ্টা করব। সবাই কঠোর পরিশ্রম করছে এবং ভালো খেলার তাড়নায় আছে।'

বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নিচ্ছে এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলংকা। যাদের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপেও খেলেছে এই দলটা। চাম্পাকার আশা, একটা একটা ম্যাচ ধরেই সামনে এগোনো, 'এসএ গেমসে সবগুলো দলই এই পর্যায়ে সমান শক্তিশালী। কিন্তু আমাদের দলও ভালো। আমরা একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করব।'

সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নেয়ার আগে প্রস্তুতির কথা জানিয়ে আফিফ বলেছেন, স্বর্ণ জেতাই দলের মূল লক্ষ্য, 'আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তার আগে প্রতিটি ম্যাচ ভালোভাবে শেষ করে ফাইনালে যেতে চাই।'

কয়েকদিন আগেই যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ওই দলটিই যাচ্ছে নেপালের কাঠমান্ডুতে এসএ গেমস খেলতে, 'ইমার্জিং কাপের পুরো টুর্নামেন্টে আমরা ভালো করেছি। একটা খারাপ দিন ছিল ফাইনালটা। ভালো করার প্রস্তুতি ঠিকই নিয়েছিলাম। তবে ভালো করতে পারিনি। জিততে পারলে অবশ্যই ভালো লাগত। বর্তমানে সবাই অনেক আত্মবিশ্বাসী। যেটা আমাদের সামনে কাজে দিবে।'

ইমার্জিং কাপ পঞ্চাশ ওভারের হলেও এসএ গেমস হবে টি২০ ফরম্যাটে। আফিফ বলেন, 'দুইটা দুই ফরম্যাটের গেম। আমরা এখন টি২০ খেলতে যাচ্ছি। আপাতত ফিল্ডিং নিয়ে কাজ করছি। যে ভুলগুলো করেছি সেগুলা যাতে আর না হয়। এছাড়া টি২০ স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করছি।'

ভারত সফরে আহামরি কিছু করতে পারেননি আফিফ। তবে ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপে ছিলেন ধারাবাহিক। 'ইমার্জিং কাপে পাঁচ নম্বরে ব্যাট করেছি। জাতীয় দলে দল যেখানে আমাকে খেলাতে চেয়েছে সেখানে খেলেছি। যেখানে সুযোগ দেয়া হবে সেখানেই ভালো করার চেষ্টা করব।'

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজের প্রথম ম্যাচে ওপেন করেছিলেন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে ছিলেন আফিফ। যদিও ফরম্যাট বিবেচনায় দলের ইচ্ছায় সব জায়গায় পারফর্ম করতে চান তিনি, 'টপ অর্ডারে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এনসিএল, বিসিএল আলাদা ফরম্যাট। টি২০তে দল যেটা ভালো মনে করবে সেটাই হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77796 and publish = 1 order by id desc limit 3' at line 1