শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালো ফুটবল খেলবে বার্সা : সেতিয়েন

ক্লাবকে ধন্যবাদ। আমি দূরতম কল্পনাতেও ভাবতে পারিনি এখানে আসব। আজ আমার জন্য একটি বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রকল্প এবং এই চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত। গতকাল আমি নিজের শহরে ছিলাম আর আজ বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাচ্ছি -কিকে সেতিয়েন
ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০
নতুন ক্লাবে যোগ দেওয়ায় বার্সেলোনার সভাপতির হোসে বার্তেমেউ ও ক্রীড়া পরিচালক আবিদালের কাছ থেকে কাতালান ক্লাবটির জার্সি বুঝে নিচ্ছেন কিকে সেতিয়েন -ওয়েবসাইট

এক সপ্তাহ আগেও হয়তো কিকে সেতিয়েন জানতেন না বার্সেলোনার নতুন কোচ কে হবেন। কিন্তু মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে তিনিই কাতালানদের প্রধান কোচের চেয়ারে বসেছেন। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে স্পেনের সাবেক ফুটবলার ও রিয়াল বেটিসের সাবেক কোচ বলেছেন, নু্য ক্যাম্পের ক্লাবটির কোচ হব কখনো স্বপ্নেও ভাবেনি।

নিজের দূরতম কল্পনাতেও ভাবেননি, কোনোদিন বার্সেলোনার কোচ হবেন। কারণ গত মে মাসের মাঝামাঝি থেকে কোনো দলের সঙ্গে ছিলেন না। নিজের শহরে কাটাচ্ছিলেন বেকার সময়। এমন সময় ফোন এলো বার্সেলোনা থেকে। সিদ্ধান্ত নিতে পাঁচ মিনিটের বেশি সময় লাগলো না। নতুন ক্লাবে এসে প্রথম দিন কিকে সেতিয়েন প্রতিশ্রম্নতি দিলেন, যাই হোক ভালো ফুটবল খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সেলোনা। ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি করা কোচ মঙ্গলবার কাজ শুরু করেছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলারদের কয়েকজনকে কোচিং করাচ্ছেন এখনো বিশ্বাস হচ্ছে না তার, 'ক্লাবকে ধন্যবাদ। আমি দূরতম কল্পনাতেও ভাবতে পারিনি এখানে আসব। আজ আমার জন্য একটি বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রকল্প এবং এই চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত। গতকাল আমি নিজের শহরে ছিলাম আর আজ বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাচ্ছি!'

অনেক দিন ধরেই ভালভার্দের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর শেষ পর্যন্ত চাকরি যায় এই কোচের। তার স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে মোটেও সময় নেননি সেতিয়েন, 'অবশ্যই আমার এটা গ্রহণ করতে পাঁচ মিনিটের বেশি লাগেনি। তাদের কল বিস্ময় হয়েই এসেছিল। আমার অনেক বড় সিভি নেই, তাই কখনো ভাবিনি বার্সেলোনা আমার ব্যাপারে আগ্রহী হবে।'

বার্সেলোনার সঙ্গে অনেকটাই মেলে সেতিয়েনের ফুটবল দর্শন। তাই সাফল্য পাওয়া নিয়ে খুব একটা ভাবছেন না। প্রক্রিয়া ঠিক রাখলে সেটা আসবে এমনিতেই বললেন তিনি, 'আমার যেটা আছে, সেটা দর্শন, যেটা আমি ভালোবাসি। আমি নিশ্চিত ছিলাম না, এটা যথেষ্ট কি-না, কিন্তু আমি কৃতজ্ঞ। যখন আমি কোনো দলে যাই, একটা ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, দল ভালো খেলবে। আমি জানি না, আমার পথই সেরা কি-না। তবে এটাই আমার পথ। আমি বিশ্বাস করি, আমি যে আইডিয়া পছন্দ করি, সেটা ওদের কাছে নিয়ে যেতে পারব এবং সব কিছুরই উন্নতি করা সম্ভব। অবশ্যই মূল লক্ষ্য হবে যত সম্ভব সব জেতা। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শন। আমাদের পদ্ধতিতে আমরা কিছু ব্যাপার হয়তো পরিবর্তন করব।'

সবকিছু বুঝে উঠতে কদিন সময় চাইলেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার, 'এই ক্লাব চায়, প্রতি বছর উন্নতি করতে, যত বেশি সম্ভব শিরোপা জিততে এবং একই সঙ্গে ভালো খেলতে। বাস্তবতা হচ্ছে, যতক্ষণ না নতুন ক্লাবের ভেতরে যাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর সব কিছু জানা সম্ভব নয়, সব কিছুই নতুন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84500 and publish = 1 order by id desc limit 3' at line 1