শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক

তামিমের ইনজুরি ভাবাচ্ছে বিসিবিকে

বিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। সফরে থাকবেন কি না এখনো জানা যায়নি। তবে তামিম পাকিস্তান সফরের আগে সুস্থ হয়ে যাবেন আশা করছে বিসিবির চিকিৎসক, ফিজিও
ক্রীড়া প্রতিবেদক
  ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০
তামিম ইকবাল -ফাইল ফটো

অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ২৪ জানুয়ারি পাকিস্তান-বাংলাদেশের প্রথম টি২০। তবে এ সফরে এক বড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ দল। বিপিএল চলাকালীন ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। সফরে থাকবেন কি না এখনো জানা যায়নি। তবে তামিম পাকিস্তান সফরের আগে সুস্থ হয়ে যাবেন আশা করছে বিসিবির চিকিৎসক, ফিজিও। ঢাকা পস্নাটুনের হয়ে এবারের বিপিএলে মাঠে নামেন তামিম ইকবাল। বিপিএলের সময় সফট টিসু্য ইনজুরিতে পড়েন তামিম।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তামিমের ইনজুরির ব্যাপারে বলেন, 'তামিমের একটা সফট টিসু্য ইনজুরি আছে জয়েনের ডানদিকে। ট্রিটমেন্ট চলছে, তিনি আমাদের ফিজিও জুলিয়ানের তত্ত্বাবধানে আছে। বিপিএল চলাকালীন সময়ে হয়েছে এটা। যখন সে অসুস্থ ছিল। খেলা চালানোর জন্য ঠিকঠাক ছিল, এখন একটু বেড়ে গেছে।'

আপাতত তামিমের ট্রিটমেন্ট চলছে। কিন্তু বিসিবির চিকিৎসক বলতে পারলেন না তামিমের সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে। তিনি বলেন, 'জানানো হয়েছে, ট্রিটমেন্ট চলছিল, খেলছিলও। এখন খেলা না থাকায় আমরা ট্রিটমেন্টে গেলাম। বলা কঠিন কতদিন লাগতে পারে। তবে স্ক্যান করেছি ওখানে কোনো সমস্যা নাই। আশা করছি সমস্যা হবে না।'

টি২০ সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই স্বাগতিক পাকিস্তান দল ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ দল এখনো ঘোষণা করা হয়নি। হয়তো আজকালের মধ্যে বিসিবি দল ঘোষণা করবে। যদিও দল ঘোষণার আগে খেলোয়াড়দের ব্যক্তিগত মতামতের ওপর প্রাধান্য দিচ্ছে বিসিবি। কে যাবে কে যাবে না পাকিস্তান সেটা কেউ ঘটা করে না বললেও দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম শুরু থেকেই এই সফরকে 'না' বলে আসছেন। শেষ পর্যন্ত মুশফিক তার সিদ্ধান্তেই অটল রয়েছেন। পারিবারিক কারণ দেখিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন, পাকিস্তান সিরিজে যাবেন না তিনি।

মুশফিকুর রহিমের একবারও পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছে নেই, আগেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিন দফায় পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর তাকে বিবেচনা না করতে এবার নির্বাচকদের অনুরোধ করেছেন সিনিয়র এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার বিপিএল ফাইনালের আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে ফোন করে তাকে না রাখতে অনুরোধ করেন মুশফিক। প্রধান নির্বাচক জানান, মৌখিকভাবে অবগত হয়েছেন, এবার মুশফিকের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষা করবেন তারা, 'মুশফিক আমাকে ফোন করেছিল যে সে পাকিস্তানে যেতে চায় না। আমরা এখন তার আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি। সে তা দিলেই এই সিরিজ থেকে তাকে বিবেচনায় রাখব না।'

টি২০ সিরিজে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান যে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত, মুশফিক পরের ধাপে সেখানে খেলবেন কি না তাও অবশ্য এখনো ধোঁয়াশায়।

আসন্ন পাকিস্তান সফরে টাইগারদের অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলংকার চাম্পকা রমানায়েকে। বিসিবির এক কর্মকর্তা এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ফিল্ডিং ও স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সোহেল ইসলাম। নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন দলের ফিল্ডিং কোচ রায়ান কুক এবং স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। তাদের পরিবর্তে সাবেক স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের ওপরই ভরসা রাখছে বিসিবি। দক্ষিণ আফ্রিকান বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্টের বিদায়ের পর থেকে নতুন বোলিং কোচের খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে টাইগাররা। আগামী ২৪, ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর ১০ দিনের বিরতির পর ৭ থেকে ১১ ফেব্রম্নয়ারি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে পাকিস্তান ও বাংলাদেশ। তবে টেস্টের জন্য এখনো পেস বোলিং কোচ চূড়ান্ত করেনি বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84813 and publish = 1 order by id desc limit 3' at line 1