শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমার নেতা, নায়ক কুতিনহো

কাকার অভিমত
ক্রীড়া ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে টেনে নিয়ে যাচ্ছেন কে? সম্ভাব্য উত্তর হবে ফিলিপ কুতিনহো। গ্রæপ পবের্র প্রথম দুটি ম্যাচেই দলের প্রয়োজনীয় মুহূতের্ গোল করেছেন বাসেের্লানা তারকা। সাবেক তারকা ফুটবলার কাকাও মনে করছেন, এবারের আসরে ব্রাজিল দলে নেইমারের চেয়ে গুরুত্বপূণর্ খেলোয়াড় হচ্ছেন কুতিনহো।

গ্রæপ পবের্ প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে চোখধঁাধানো গোল করেন কুতিনহো। দুভার্গ্য, তার গোলটা দলকে এক পয়েন্টের বেশি এনে দিতে পারেনি। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৯০ মিনিট পেরিয়ে গেলেও জালের দিশা পাচ্ছিল না ব্রাজিল। তখনই ত্রাতা হয়ে আবিভূর্ত হন কুতিনহো। তার কল্যাণে যোগ করা সময়ে ডেডলক ভাঙে সেলেকাওরা। পরে নেইমারও একটি গোল করেন, ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলোর পথে এগিয়ে যায় ব্রাজিল।

দুই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে প্রধান তারকা নেইমারের চেয়ে এগিয়ে ছিলেন কুতিনহো। যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে রাশিয়া ব্রাজিলের সাফল্যের কারিগর হতে পারেন তিনিই। সাবেক প্লেমেকার কাকা মনে করছেন, তার উপস্থিতিতে নেইমারের চাপ অনেকটা কমে গেছে। নেইমার দলের প্রাণভোমরা হলেও কুতিনহোকে ‘নায়ক’ মানছেন তিনি, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড়। আমি মনে করি, তিতে তাকে নিয়ে দারুণ কাজ করেছেন, যতটা পারা যায় তাকে স্বস্তিতে রাখতে চাইছেন এবং দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। আমাদের দলটাও যথেষ্ট শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি, কুতিনহো নায়কের ভ‚মিকা পালন করছে। সে এখন ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূণর্ খেলোয়াড়।’

কুতিনহো ফমের্র তুঙ্গে আছেন, এবার নেইমার তার সেরাটা খেলতে পারলেই হয়। ব্রাজিল পেয়ে যাবে আক্রমণভাগে দারুণ এক জুটি। তবে সদ্য চোট কাটিয়ে ফেরা নেইমারের আরেকটু সময় প্রয়োজন বলে মনে করছেন কাকা। ব্রাজিলের হয়ে ২০০২, ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপ খেলেছেন কাকা। তবে ২০০৬ সালের আসরে তিনি ছিলেন দলের মূল তারকা। সেবার ফ্রান্সের কাছে হেরে কোয়াটার্র ফাইনাল থেকেই বাদ পড়ে গিয়েছিল সেলেকাওরা। ক্লাব পযাের্য় সেরা সময় কাটিয়েছেন এসি মিলানে। তবে ক্যারিয়ার জুড়েই একের পর এক চোট আঘাত হানে তাকে।

নেইমার যেন অনেকটা কাকার মতোই। তার ১০ নাম্বার জাসির্টাই এখন পড়ছেন পিএসজি তারকা। ঘরের মাঠে আয়োজিত গত বিশ্বকাপের কোয়াটার্র ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। এবার খেলতে পারবেন কিনা সেটাও শংকায় ছিল। যদিও ৩ মাস পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন, কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠতে পারেননি। কাকার বিশ্বাস, পুরোপুরি সুস্থ হয়ে সেরাটা খেলতে পারবেন তার উত্তরসূরী। সেজন্য সবাইকে একটু ধৈযর্ ধারণ করতে বলছেন তিনি, ‘তিন মাসের চোট কাটিয়ে ফিরেছে সে। কিছুটা সময় তো লাগবেই। আমরা তাকে প্রতি ম্যাচেই উন্নতি করতে দেখছি। তাকে উৎসাহ দেয়া উচিত বলে মনে করি আমি। তার টেকনিক আর সৃষ্টিশীলতার কোনো স্খলন হবে না। শতভাগ ফিট নেইমারের জন্য অপেক্ষা করা যাক। যাতে সে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জিততে সহায়তা করতে পারে।’

ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, নেইমার এখন শতভাগ ফিট। তাহলে আজ সাবির্য়ার বিপক্ষে সেলেকাওদের গুরুত্বপূণর্ ম্যাচে তার কাছ থেকে সেরাটা আশা করতেই পারেন ভক্তরা। শেষ ষোলোর টিকিট পেতে এই ম্যাচে অন্তত ড্র করতে হবে ব্রাজিলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে