শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ইএবি রপ্তানি শিল্পে উৎসে কর ৫ বছর অব্যাহত রাখার অনুরোধ

যাযাদি রিপোর্ট
  ১৮ জুন ২০২০, ০০:০০

গত বছর রপ্তানি শিল্পের আবেদনের পরিপ্রেক্ষিতে উৎসে কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ হারে পুনর্র্নির্ধারণ করা হয়েছিল। শিল্পের এই কঠিন সময়ে বিদ্যমান এ উৎসে কর আরও পাঁচ বছর অব্যাহত রাখতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে সারা বিশ্বের অর্থনৈতিক কর্মকান্ড ও জনজীবন যখন বিপর্যস্ত, এমনই এক চরম সংকটময় মুহূর্তে দেশের ৪৯তম প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বাস্তবতার নিরিখে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ড পুরুজ্জীবিতকরণ, অর্থনৈতিক কার্যক্রম সচল ও গতিশীল এবং অক্ষুণ্ন রাখার প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনী, অবকাঠামো, আর্থসামাজিক, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়ায় বাজেট যুগোপযোগী হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ও গবেষণা খাতে প্রথমবারের মতো বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, যা বাস্তবসম্মত বলে মনে করে ইএবি। এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশ নির্ধারণকে সাধুবাদ জানিয়েছে সংগঠনটি।

রপ্তানি খাতের বিষয়গুলো উলেস্নখ করে ইএবি বলছে, বর্তমানে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প খাতসহ নিটওয়্যার ও ওভেন গার্মেন্টের করপোরেট করহার গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ এবং গ্রিন কারখানা ব্যতীত অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে বিদ্যমান রয়েছে। বাজেট প্রস্তাবনায় এ হার আগামী দুই বছরের জন্য অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণা প্রদানের জন্য শিল্পের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এছাড়া এ খাতের সঙ্গে চামড়া ও চামড়াজাত রপ্তানি শিল্পকেও একই নীতিমালার সাথে সংযুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইএবি।

ভ্যাট রিটার্ন দাখিল ও সব ভ্যাট থেকে রপ্তানিমুখী শিল্পকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসে শূন্যহারে রিটার্ন দাখিল করার বিধান রয়েছে। তাছাড়া রপ্তানির জন্য স্থানীয়ভাবে সংগৃহীত বিভিন্ন আনুষঙ্গিক দ্রব্যের নগদে ক্রয়কৃত মূল্যের ওপর উৎসেকর বা ভ্যাট ধার্য করার বিধান থাকায় কারখানাগুলোর উৎপাদনে সময়ক্ষেপণ হয়ে থাকে, যা সময়মতো রপ্তানিতে বাধাপ্রাপ্ত হয়। বাজেটে এ বিষয়ে কোনো দিকনির্দেশনা না থাকায় বাজেট পাস হওয়ার আগেই রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানকে শূন্য রিটার্ন দাখিলের বিধান রহিত করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সরকারের সহায়তা প্রদান অত্যন্ত সময়োপযোগী উলেস্নখ করে ইএবি বলছে, বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপস্নবের যুগে প্রবেশ করেছি। এ পর্যায়ে থ্রিডি স্যাম্পলিং, ফটোকপিং ক্ষেত্রে বিনিয়োগ করা জরুরি। ভার্চুয়াল মার্কেট পেস্নসের ক্ষেত্রে বলিষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পস্নাটফর্ম তৈরি করা প্রয়োজন। অনলাইন পস্নাটফর্মের (বিটুসি পস্নাটফর্ম) মাধ্যমে আমরা পাশ্চাত্যে আমাদের নিজস্ব পোশাকের ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে পারি। এতে ক্রেতাদের ওপর আমাদের নির্ভরশীলতাও কমে যাবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<102838 and publish = 1 order by id desc limit 3' at line 1