শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

কাল ব্যাংক ও

আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

যাযাদি রিপোর্ট

পবিত্র শবেবরাত উপলক্ষে ২২ এপ্রিল সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার বাংলাদেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে ২০১৮ সালের ২৯ নভেম্বর পবিত্র শবেবরাত উপলক্ষে ঘোষিত ২১ এপ্রিলের ছুটি ২২ এপ্রিল নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ। প্রজ্ঞাপনটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পূরবী জেনারেল ইন্সু্যরেন্সের বোর্ড সভা ৩০ এপ্রিল

যাযাদি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্সু্যরেন্সের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। উলেস্নখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই '১৮-সেপ্টেম্বর '১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৭৯ পয়সা।

মাইডাস ফিন্যান্সের বোর্ড সভা ২৮ এপ্রিল

যাযাদি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফিন্যান্সের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

উলেস্নখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই '১৮- সেপ্টেম্বর '১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ১৩ পয়সা।

কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা ২৫ এপ্রিল

যাযাদি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তৃতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। উলেস্নখ্য, কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর-১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৪ টাকা ৭৬ পয়সা।

মার্চে ১৪ লাখ টন ভোজ্যতেল

আমদানি ভারতের

যাযাদি ডেস্ক

ভারতের ভোজ্যতেল আমদানি খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি বছরের মার্চে দেশটিতে ভোজ্যতেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে প্রায় ১৪ লাখ টনে পৌঁছে গেছে। মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কমোডিটি অনলাইন ও বিজনেস লাইন।

এসইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ১৩ লাখ ৯৩ হাজার ২৫৫ টন ভোজ্যতেল আমদানি করেছে। ২০১৮ সালের মার্চে দেশটিতে মোট ১১ লাখ ২২ হাজার ৬৮৫ টন ভোজ্যতেল আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ভোজ্যতেল আমদানি বেড়েছে ২ লাখ ৭০ হাজার ৫৭০ টন।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, আগে আন্তর্জাতিক বাজার থেকে পাম অয়েল আমদানিতে ভারতীয় আমদানিকারকদের ১০ শতাংশ হারে শুল্ক দিতে হতো। গত জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার তা কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়। এর প্রভাব পড়েছে ভারতে ভোজ্যতেলের সম্মিলিত আমদানিতে। শুল্কহার কমে আসায় ভারতীয় আমদানিকারকরা পাম অয়েলের আমদানি বাড়িয়ে দিয়েছেন। এর জের ধরে গত মার্চে দেশটিতে ভোজ্যতেলের সম্মিলিত আমদানি আগের তুলনায় বেড়ে প্রায় ১৪ লাখ টনে পৌঁছে গেছে।

এদিকে ২০১৮ সালের নভেম্বরে ভারতে ভোজ্যতেলের ২০১৮-১৯ বিপণন মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমের প্রথম পাঁচ মাসে (২০১৮ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ৬৩ লাখ ৯ হাজার ৪০৬ টন ভোজ্যতেল আমদানি করেছে। আগের মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ৫৯ লাখ ৩১ হাজার ৮২৯ টন ভোজ্যতেল আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ভোজ্যতেল আমদানি বেড়েছে ৩

লাখ ৭৭ হাজার ৫৭৭ টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46192 and publish = 1 order by id desc limit 3' at line 1