শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএফআইইউ'র সঙ্গে তিন দেশের এফআইইউ'র সমঝোতা স্বাক্ষর

নতুনধারা
  ১৩ জুলাই ২০১৯, ০০:০০

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে তথ্য বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ০১-০৪ জুলাই হেগ, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ুঞযব ২৬:য ঊমসড়হঃ এৎড়ঁঢ় চষবহধৎু গববঃরহমংচ্ চলাকালে প্যারাগুয়ে ও গুয়াতেমালা এফআইইউ এর সঙ্গে ৩ জুলাই এবং কাতার এফআইইউর সঙ্গে ৪ জুলাই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকে বিএফআইইউ'র পক্ষে হেড অব বিএফআইইউ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং কাতার, প্যারাগুয়ে ও গুয়াতেমালা এফআইইউ'র পক্ষে স্ব স্ব এফআইইউ'র প্রধানরা স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফআইইউর মহাব্যবস্থাপক ও অপারেশনাল প্রধান মো. জাকির হোসেন চৌধুরী এবং যুগ্মপরিচালক তরুণ তপন ত্রিপুরা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের সাথে কাতার, প্যারাগুয়ে ও গুয়াতেমালার মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক তথ্য বিনিময় আরও সহজতর হবে। উলিস্নখিত স্মারকগুলো স্বাক্ষরের মাধ্যমে বিএফআইইউ'র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী এফআইইউ'র সংখ্যা দাঁড়ালো ৭১টি। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<57888 and publish = 1 order by id desc limit 3' at line 1