শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
অর্থবছরের ১১ মাস

সেবা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি

যাযাদি রিপোর্ট
  ১৭ জুলাই ২০১৯, ০০:০০

দেশের সেবা খাতে রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। চলতি (২০১৮-১৯) অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশের সেবা খাতে রপ্তানি আয় এসেছে ৫৪১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৫৪২ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৪৫ শতাংশ বেশি। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন বু্যরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহকৃত পরিসংখ্যান থেকে মোট তিনটি ভাগে সেবা খাতের রপ্তানি আয় সংকলন করা হয়েছে। এ তিনটি ভাগ হলো- গুডস প্রকিউরড ইন পোর্টস বাই ক্যারিয়ারস, গুডস সোল্ড আন্ডার মার্চেন্টিং ও সার্ভিসেস।

প্রতিবেদনের তথ্য বলছে, জুলাই '১৮ থেকে মে '১৯ সময়ে দেশের সেবা খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৫৪১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৪৫ শতাংশ বেশি। আগের (২০১৭-১৮) অর্থবছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ৩৮৫ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার।

এদিকে ১১ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে সেবায় রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ২২ শতাংশ। জুলাই-মে সময়ের বিভিন্ন ধরনের সেবা রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ৪৫৮ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার। রপ্তানির এ আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ৫৩১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ডলার। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।

ইপিবির তথ্য অনুযায়ী, একক মাস হিসাবে চলতি বছরের মে মাসে সেবা খাতে আগের বছরের তুলনায় রপ্তানি আয় বেশি হয়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ। মে মাসে আয় হয়েছে ৫৬ কোটি ১০ হাজার ডলার। যা আগের বছর একই সময় ছিল ৪৫ কোটি ৪ লাখ ৬০ হাজার ডলার। আর মে মাসে সেবা খাতে কৌশলগত টার্গেট ছিল ৪১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। সে হিসাবে টার্গেট থেকে আয় বেশি হয়েছে ৩৪ দশমিক ৪০ শতাংশ।

সেবার অন্য উপখাতগুলোর মধ্যে 'অন্যান্য ব্যবসায় সেবা' থেকে ৯১ কোটি ২১ লাখ ডলার, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি থেকে ৫০ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ডলার, বিভিন্ন ধরনের পরিবহন সেবা থেকে ৬১ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ডলার, বীমা ছাড়া আর্থিক সেবা খাত থেকে ১২ কোটি ৩৫ লাখ ডলার এবং ভ্রমণ সেবা উপখাত থেকে ৩৪ কোটি ২৩ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।

বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া সেবাপণ্যের মধ্যে রয়েছে- ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস অন ফিজিক্যাল ইনপুটস, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন সার্ভিসেস, ইন্সু্যরেন্স সার্ভিসেস, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, চার্জেস ফর দি ইউজ অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি, টেলিকমিউনিকেশন সার্ভিসেস, আদার বিজনেস সার্ভিসেস, পার্সোনাল কালচার রিক্রিয়েশনাল ও গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58509 and publish = 1 order by id desc limit 3' at line 1