শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানের বাড়ি ভাড়ায় বিবির অনুমোদন লাগবে

যাযাদি রিপোর্ট
  ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের বাড়ি ভাড়ার চুক্তি নবায়নের আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাড়ি ভাড়া গ্রহণে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানসমূহের বাড়ি ভাড়া সংক্রান্ত প্রথম চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর এবং নবায়নকৃত চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ২ বছর।

বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে নবায়নের ক্ষেত্রে ২ বছরের জন্য ভাড়া বৃদ্ধির হার ১০ শতাংশের অধিক এবং ৩ বছর বা তার চেয়ে বেশি সময়ের ক্ষেত্রে ১৫ শতাংশের অধিক হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61649 and publish = 1 order by id desc limit 3' at line 1