শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে এফডিআই প্রবাহ ফের বেড়েছে

নতুনধারা
  ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

চলতি বছরের প্রথম আট মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ৭ শতাংশ পতনের পর ভিয়েতনামে এফডিআই প্রবাহ ঘুরে দাঁড়িয়েছে। জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের পরিসংখ্যান অনুসারে, প্রথম নয় মাসে প্রবাহ ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ৬১৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনাম প্রায় ২ হাজার ৭৬০টি নতুন বিদেশি বিনিয়োগ প্রকল্প পেয়েছে, যেগুলোর মোট নিবন্ধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৯০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রকল্প সংখ্যা ২৬ শতাংশ বাড়লেও মূলধন পর্যায়ে ২২ শতাংশ পতন ঘটেছে। এছাড়া ১ হাজার ৩০টির বেশি বিদ্যমান প্রকল্পের বিনিয়োগ মূলধন বেড়েছে ৪৭০ কোটি ডলার, যা বছরওয়ারি ১৪ শতাংশ কম। ভিয়েতনামি কোম্পানির মালিকানা কেনায় বিদেশি মূলধন বছরওয়ারি ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে এফডিআই বণ্টন ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। সূত্র: ভিয়েতনাম নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69354 and publish = 1 order by id desc limit 3' at line 1