শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

বাগেরহাটে আয়কর মেলার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আয়কর বাধ্যতামূলক। তাই আয়কর প্রদান সহজ করতে এ মেলার আয়োজন। জনগণের দেওয়া আয়কর নিয়ে সরকার দেশ পরিচালনা করে। সেই আয়কর দিতে জটিলতা হবে কেন? এটি সাধারণ মানুষের কাছে সহজ করে দিতে হবে। ৪ দিনব্যাপী এ মেলার মাধ্যমে মানুষকে আয়কর বিষয়ে ভালোভাবে বোঝাতে হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ আয়কর মেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ মো. লিয়কত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৪ বাগেরহাট কর অঞ্চলের উপ-কর কমিশনার মো. হেদায়েত আলী।

গোপালগঞ্জে শুরু হয়েছে আয়কর মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। শনিবার সকাল সড়ে ১০টায় কর অঞ্চল ৩-এর আয়োজনে ব্যাংকপাড়াস্থ কর কমিশনারের কার্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

যুগ্ম কর কমিশনার মুর্তজা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়কর মেলায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার আসলাম খান, পৌর মেয়র কাজী লিয়াকত অলী লেকু, গোপালগঞ্জ চেম্বার সভাপতি কাজী জিন্নাত আলী প্রমুখ।

এ মেলায় আয়কর দাখিল, ই-টিন, রেজিস্ট্রেশন, ফরম সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আয়কর মেলাটি শনিবার থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে

বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পাবনায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

পাবনা প্রতিনিধি

'কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন'-এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

শনিবার পাবনা আয়কর অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হল রুমে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এই মেলার উদ্বোধন করেন।

পাবনা সার্কেল ৭-এর উপ-কর কমিশনার শাহাদৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, পাবনা পরিদর্শী রেঞ্জ ২-এর যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা, চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদুর ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাজ্জাদ প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কর পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান।

মেলা চলবে ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নওগাঁয় তিন দিনব্যাপী আয়কর মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি

'আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি; সমৃদ্ধির সোনালী দিন-আনতে হবে আয়কর দিন' স্স্নোগানে নওগাঁয় তিন দিনব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে নওগাঁ উপকর কমিশনার সার্কেল ৩, ৪ ও ৫-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সার্কেল-৩ সহকারী কর কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল রাজশাহী কর কমিশনার  ড. খন্দকার মো. ফেরদৌস আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, জেল সুপার শাহ আলম, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, কর আইনজীবী সমিতির সভাপতি সরদার সালাহ উদ্দীন মিন্টু প্রমুখ।

নেত্রকোনায় আয়কর মেলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা উপ কর কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ কর অঞ্চলের উদ্যোগে গত শনিবার অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-২০ এর সহকারী কর কমিশনার ফয়সাল সাইফুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, নেত্রকোনা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী মো. আবদুল ওয়াহেদ, ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ হামিদ খান প্রমুখ। আয়কর মেলা ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75851 and publish = 1 order by id desc limit 3' at line 1