রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গাংনীতে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১
গাংনীতে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু
গাংনীতে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ শুরু

উৎপাদন খরচ হ্রাস ও বেশি ফলন পাওয়ার লক্ষ্যে মেহেরপুর জেলা এই প্রথম শুরু হয়েছে যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাথানাপাড়া মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান।

বুধবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ ও গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহম্মেদ।

২০২০-২১ রবি মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছেন গাংনী উপজেলা কৃষি অফিস। যন্ত্র দিয়ে ধান রোপণ কার্যক্রম সাড়া ফেলেছে এলাকার কৃষকদের মাঝে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে