রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​ বদলগাছীতে সরিষা চাষের ব্যাপক সাড়া কৃষকের

ফজলে মওলা, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫১
​  বদলগাছীতে সরিষা চাষের ব্যাপক সাড়া কৃষকের
​ বদলগাছীতে সরিষা চাষের ব্যাপক সাড়া কৃষকের

নওগাঁর বদলগাছীতে সরিষা চাষের সাড়া জাগিয়েছে কৃষকদের মাঝে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় হলুদের সমাহার। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার রেকর্ড পরিমাণ সরিষার চাষ আবাদ হয়েছে। উপজেলার কোলা ইউপির আক্কেলপুর গ্রামের বাবুল হোসেন বলেন, ‘আমি প্রায় ১০ কাঠা সরিষা আবাদ করেছি। আশা করছি ৫ মণ সরিষা পাব।’

লালুহার গ্রামের আব্দুল জব্বার বলেন, ‘আমরা এলাকার কৃষকরা সরিষা আলুসহ বিভিন্ন সবজির চাষ করে থাকি।’ সুতাহাটি গ্রামের ফজলে মওলা বলেন ‘আমি ১ বিঘা জমিতে হাইব্রিট সরিষা চাষ করেছি এবং সরিষার বীজ ও সার কৃষি অফিস থেকে দিয়েছে। আশা করছি ১০ মণ ফলন পাব।’ উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, ‘এবারের সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫০ হেক্টর। আবাদ হয়েছে প্রায় ১২শ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে