শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিবিরের নতুন সভাপতির পরিচয়

যাযাদি ডেস্ক
  ০১ জানুয়ারি ২০২৫, ১০:১১
আপডেট  : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৩৮
শিবিরের নতুন সভাপতির পরিচয়
জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটের মাধ্যমে এ নির্বাচন করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই সভাপতির নাম ঘোষণা করা হয়।

শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলামের পরিচয় :

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

এর আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তারও আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলামের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামে। এই চৌদ্দগ্রামের শিবিরের আরেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বাড়ী। যিনি এখন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে