পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মৎস্য অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ‘সীফুড অ্যান্ড কামাবোকো – ২০২৫’ উৎসব উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পবিপ্রবির মৎস্য অনুষদের সামনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৎস্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা জিল্লুর রহমান এবং বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আমরা মাছে-ভাতে বাঙালি। মৎস্য বিজ্ঞান অনুষদের এই উৎসবের মাধ্যমে বাঙালি সংস্কৃতি এবং মাছ দিয়ে তৈরি সুস্বাদু ও পুষ্টিকর খাবারের গুণগত মান তুলে ধরা হয়। পাশাপাশি, বাণিজ্যিকভাবে মাছ দিয়ে তৈরি খাদ্যের চাহিদা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া উচিত।"
এছাড়াও, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মৎস্য অনুষদের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবটি।
যাযাদি/ এমএস