রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাসে জায়গায় না পাওয়ায় উপাচার্যের বাসভবনে অবস্থান নেন শিক্ষার্থীরা। শনিবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ছুটির দিন শনিবার বিকেল সাড়ে ৩ টায় ও সাড়ে ৫ টায় শিডিউল অনুযায়ী একটি বাস চলাচল করে। আজ বিকেল সাড়ে ৩ টার বাসে জায়গায় না পেয়ে শিক্ষার্থীরা বাস নিয়ে উপাচার্যের বাসভবনে অবস্থান নেন। পরে বাসভবনে ভিসি না থাকায় তাকে ফোন দেওয়া হলে তিনি আরেকটি বাসের ব্যবস্থা করে দিলে শিক্ষার্থীরা বাসভবন থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীর শয়ন সাহা বলেন, বিকেল সাড়ে তিনটার বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া হয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা জায়গায় না পেয়ে বাস ঘুরিয়ে ভিসি বাসভবনে নিয়ে যান। সেখানে তারা অবস্থান করেন। পরে ভিসি স্যারের নির্দেশে আরেকটি বাস দেওয়া হলে তারা সেখান থেকে চলে আসেন।
এই বিষয়ে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানাকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. ফেরদৌস রহমান বলেন, আমাকে জানানোর সাথে সাথে আমি ইমার্জেন্সি বাসের ব্যবস্থা করে দিই। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্ব আগে দিতে হবে।
যাযাদি/ এমএস