রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

চবি প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ১৭:৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

এ-ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। প্রতি আসনে ৮৯ জন ভর্তিচ্ছু লড়েছেন এবারের ‘এ’ ইউনিটের পরীক্ষা। এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তির জন্য লড়বেন ৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১ হাজার ৩৩, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছে ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি–১’ উপ–ইউনিটে ১ হাজার ৯১১ জন, ‘বি–২’ ৩ হাজার ৬৭০ জন এবং ‘ডি–১’ এর জন্য আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। এবারও তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিতে সক্রিয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একই যাত্রী ছাউনিতে পাশাপাশি সহায়তা কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে দুই সংগঠনের নেতা-কর্মীদের।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে