সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‌‘সাবেক এবং বর্তমান জনশক্তি শিবিরের আয়ের উৎস’

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৫, ১৪:০৮
‌‘সাবেক এবং বর্তমান জনশক্তি শিবিরের আয়ের উৎস’
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ‘আমাদের সম্পদ মূলত সাবেকরাই এবং বর্তমান জনশক্তি। বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে। ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে। তারাই আমাদের সম্পদ।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ‘শিবিরের যারা কর্মী, সার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন। কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইবো আমার সংগঠনকে সহযোগিতা করতে।

ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন।’

প্রতিদিন প্রায় ৫০০ থেকে ১০০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে