বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

‘৩৬ জুলাই ছিল সবার, যা কোনো ব্যক্তি বা দলের নয়’

যাযাদি ডেস্ক
  ২৬ মে ২০২৫, ১৫:৩২
‘৩৬ জুলাই ছিল সবার, যা কোনো ব্যক্তি বা দলের নয়’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

৩৬ জুলাই ছিল সবার, যা কোনো ব্যক্তি বা দলের নয়। এটি ছিল ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ সোমবার (২৬ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে নামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সন্ত্রাসী বাহিনীর আক্রমণে রক্তাক্ত, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনেরা রাজপথে নেমে এসেছিলেন। তাদের ওপর গুলিবর্ষণের পর স্কুল, কলেজ, পলিটেকনিক ও মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসে।”

শিবির সভাপতি দাবি করেন, এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের ছিল না। বরং এটি ছিল ফ্যাসিবাদবিরোধী মুক্তিকামী ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‌‌‌‌‘যে শহিদেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা আজও সাক্ষ্য দেন যে, এ আন্দোলন ছিল আপামর জনগণের’।

জাহিদুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, গাড়িচালক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছেন। সাত মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই ছিলেন জুলাই বিপ্লবের যোদ্ধা।’

জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কিছু ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ পদক্ষেপে জুলাই ঐক্য বিনষ্ট হতে পারে না। আমরা তা হতে দেব না।’ একইসঙ্গে তিনি সবাইকে আহ্বান জানান, ‘জুলাইয়ের দিনগুলি নিয়ে আপনার স্মৃতি লিখুন। জাতীয় ঐক্য শক্তিশালী করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে