সারোগেসির মাধ্যমে সন্তানের মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান তিনি ও নিক জোনাস মা-বাবা হয়েছেন। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা। আসতে থাকে একের পর এক শুভেচ্ছা বার্তা। বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এই যুগলকে।
হলিউডে সময় বেশি দিলেও বলিউডে প্রিয়াঙ্কার বন্ধুর সংখ্যা কম নয়। লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল— অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন অনুশকা শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট-পত্নী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, দু'জনের জন্যেই রইল শুভেচ্ছা। অনাস্বাদিত আনন্দ ভাগের অভিজ্ঞতা এবং ভালোবাসা তো বটেই, পাশাপাশি রাত জাগার জন্যেও একেবারে প্রস্তুত হয়ে থেকো। আর নতুন সদস্যের জন্যও অফুরান ভালোবাসা।’
গত ১১ জানুয়ারি এক বছর পূর্ণ করেছে বিরাট-অনুশকার নয়নের মণি ভামিকা। দক্ষিণ আফ্রিকার মাটিতেই চলেছিল জমিয়ে সেলিব্রেশন। ঘরোয়া আয়োজনেই মেয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করেন তারা। মা-মেয়ে সেদিন ট্যুইনিং করেছিলেন সাদা ড্রেসে। সাদা-হলুদ-আকাশি রঙা বেলুন দিয়ে সাজানো হোটেলের খোলা ছাদেই বসেছিল এ সেলিব্রেশনের আসর। টিম ইন্ডিয়ার সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতেই ভামিকার প্রথম জন্মদিন উদযাপন করছিলেন বিরাট-অনুশকা। অন্যদিকে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু নাতাশা পুনাওয়ালাও প্রিয়াঙ্কা-নিককে পরিবারে নতুন সদস্যের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd