এই খবরের জন্য শাহরুখ-সালমান ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় ২৭ বছর। ১৯৯৫ সালে 'করণ অর্জুন' মুক্তির পর জুটি হয়ে এক সিনেমায় আর দেখা যায়নি বলিউডের এই ২ শীর্ষ অভিনেতার। বিশেষ চরিত্রে ২ খান এক সিনেমায় অভিনয় করলেও ২৭ বছর পর অ্যাকশনধর্মী এক সিনেমায় আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের নামী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ২ খানকে এক করার পরিকল্পনা নিয়েছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।
২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। তবে এর পরিচালকের নাম এখনো জানা যায়নি। প্রতিবেদনে অনুসারে, এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd