রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ২০:৪৮
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সির (বিকেএমজি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,শুক্রবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরতায় একটি ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। এ ভূমিকম্পের ফলে সুনামিরও কোনো আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে ভ‚কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা এলাকায় বসবাসকারীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, আগের ভূমিকম্পে তুবান শহরে একটি বাড়ি এবং একটি কমিউনিটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে