রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০৯:৪৭
ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভিডিও বার্তায় কেট মিডলটন জানিয়েছেন, তার ক্যানসার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে।

ভিডিও বার্তায় কেট আরও বলেন, একটি অপারেশনের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ক্যানসারের বিষয়টি সামনে আসে। আপাতত কেমেথোরাপি চলছে।

ভিডিওতে তিনি বলেন, আমার কাছে ক্যানসারের খবর বেশ বড় ধাক্কার। তবে উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি।

এর আগে, গত ফেব্রæয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। এবার তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে