রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌদিতে ঈদে টানা ৬ দিনের ছুটি

যাযাদি ডেস্ক
  ২৪ মার্চ ২০২৪, ১৮:০২
সৌদিতে ঈদে টানা ৬ দিনের ছুটি

সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে পাচ্ছে।

রোববার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

পবিত্র রমজানে বিশ্বব্যাপী ১৮০ কোটি মানুষ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সুবেহসাদিক থেকে মাগরিব পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকেন।

ইসলামে চন্দ্রবর্ষ অনুযায়ী বছর গণনা করা হয়ে। এক্ষেত্রে ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর হয়। আর পবিত্র রমজান হলো হিজরি সনের ৯তম মাস।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে