শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২০৬০

যাযাদি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২০, ১৬:১৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৮৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২০৬০ জন। মোট শনাক্ত ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৬৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ লাখ ৪৯ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে