সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

যাযাদি ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৩

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে ।

গতকাল রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইট হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে বলে জানান তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, ‘ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত আব্বাকে নিয়ে আমরা রওনা হয়েছি। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আব্বাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। সেখানে তার চিকিৎসার সব কিছু ঠিক করা হয়েছে। দোয়া করবেন।'

বাবার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মারুফ।

গত বছরের ১৬ জুন দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ে অসুস্থ হলে প্রথম দফায় এভারকেয়ার হাসপাতালে এবং ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেন খন্দকার মোশাররফ। দুই মাসের অধিক সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার সহধর্মিণী বিলকিস আখতার হোসেন, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা সিঙ্গাপুর যাচ্ছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে