মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাত বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২১, ১৪:১৬
সাত বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা
সাত বছর পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা

শেষ রাউন্ডের ম্যাচে খুলনাকে ১৭৯ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। প্রথম শ্রেণির সর্বোচ্চ টুর্নামেন্টে সাত বছর পর শ্রেষ্ঠত্বের মর্যাদা পেলো দলটি। ঢাকার (৩৫.২৯) থেকে ৩.৫৫ পয়েন্ট দূরে থেকে রানার্সআপ হয়েছে রংপুর (৩১.৭৪) বিভাগ।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য গতকাল (২৪ নভেম্বর) শেষ দিনে খুলনাকে অলআউট করতেই হতো ঢাকার। শুভাগত হোম ও তাইবুর রহমানের ঘূর্ণিতে ৩৭৯ রানের লক্ষ্যে জবাব দিতে গিয়ে ১৯৯ রানেই গুটিয়ে যায় খুলনা।

এই হারের ফলে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গিয়েছে জাতীয় লিগে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন দলটি। তাদের ঠিক পরেই আছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে