শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে ফাঁদে ফেলে ২৭ সেনাকে হত্যা

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২১, ০০:০০

মিয়ানমারের চিন রাজ্যে বিদ্রোহীরা ফাঁদ পেতে দেশটির ২৭ জন সেনাসদস্যকে হত্যা করেছে। নিহত সেনাদের মধ্যে ক্যাপ্টেন পদ মর্যাদার এক কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার থান্তলাং ও হাখা এলাকায় এই হামলা হয়েছে। সংবাদসূত্র :রয়টার্স

নাম প্রকাশে অনিচ্ছুক 'চিনল্যান্ড ডিফেন্স ফোর্সেস'র (সিডিএফ) এক মুখপাত্র জানান, 'খুয়ালরিং পাহাড়ি এলাকায় প্রায় ৩০ জন সেনাকে ফাঁদে ফেলা হয়। এরপর এক ঘণ্টার মধ্যে ১৭ সেনা নিহত হয়। মুখপাত্র আরও বলেন, সেনারা এবার মোটরসাইকেলে এসেছিল। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ফাঁদে ফেলি।'

ওই দিনই সিডিএফ ৫০ সেনার একটি কলামে হামলা চালায়। হাখা থেকে ৫০ কিলোমিটার দূরে গাঙ্গাউ-হাখা মহাসড়কে এই হামলা চালানো হয়। এতে ১০ সেনা নিহত হয়, বাকিরা ঘটনাস্থল থেকে চলে যায়। সিডিএফ জানায়, সরকারি সেনারা বৃহস্পতিবারের সংঘর্ষে আরপিজি ও মেশিনগান ব্যবহার করে। কিন্তু তাদের কোনো যোদ্ধা আহত হয়নি। সিডিএফের যোদ্ধারা দেশীয় রাইফেল ও হালকা অস্ত্র নিয়ে সেনাবাহিনীর মোকাবিলা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে