সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ইউক্রেনে অভিযান

রুশবিরোধী নিষেধাজ্ঞায় ব্যর্থ ইইউ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার 'বড় হামলা'
যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের তুমুল সংঘর্ষ। দাবি করা হচ্ছে, রাশিয়া ওই অঞ্চলে ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এই লড়াইয়ের মধ্যেই বাখমুত শহরের দুই বাসিন্দা প্রবল তুষারপাতের মধ্যেই জারে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছবিটি বৃহস্পতিবার তোলা -রয়টার্স অনলাইন

রুশ বিরোধী নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ নিয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সিন্থেটিক রাবার ইসু্যতে বুধবার ইইউ'র ২৭ দেশের রাষ্ট্রদূত বৈঠকে বসেছিলেন। সিন্থেটিক রাবার একটি যৌগ; যা টায়ারের মতো পণ্যগুলোতে ব্যবহৃত হয়। এটি ইইউ'র একটি প্রধান আমদানি পণ্য। ইতালি ও জার্মানিসহ ইইউ'র বেশির দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যে এটি নিষিদ্ধ করার বিষয়ে সন্দিহান। কেবল পোল্যান্ড নিষিদ্ধের পক্ষে। সংবাদসূত্র : রয়টার্স, পলিটিকো, আল-জাজিরা, সিএনএন

২০২১ সালে প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সিন্থেটিক রাবার রপ্তানি করেছে রাশিয়া। এর মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলার মূল্যের সিন্থেটিক বিক্রি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে।

রাশিয়া গত ২৪ ফেব্রম্নয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে। পাল্টা হিসেবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে শুরু করে। অন্যদিকে, গ্যাস রপ্তানি সীমিত করে তীব্র ঠান্ডায় ইউরোপকে নাস্তানাবুদ করে ছাড়ছে ভস্নাদিমির পুতিনের রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখন অবশ্য প্রকাশ্যেই স্বীকার করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা তাদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়েছে।

রাশিয়ার পারমাণবিক শক্তির ওপর বিধিনিষেধসহ কোনো প্যাকেজ সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। এর কারণ হিসেবে বলছে, মস্কোর সঙ্গে পাক-পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র সম্প্রসারণের চুক্তি রয়েছে তাদের। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, 'এ ধরনের একটি প্রস্তাবে স্পষ্টতই ভেটো দিতে হবে।' নিষেধাজ্ঞার আসন্ন প্যাকেজ ২৪ ফেব্রম্নয়ারির আগে গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে। প্যাকেজটিতে রাশিয়ান বিমান শিল্প, ব্যাংক এবং তেল ট্যাংকার বহরের বিরুদ্ধে অতিরিক্ত বিধিনিষেধ অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো

লক্ষ্য করে রাশিয়ার 'বড় হামলা'

এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে 'বড় ক্ষেপণাস্ত্র হামলা' চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী 'টেলিগ্রামে' এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, 'রুশ সেনারা অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত ১৬টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত কিছু কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে।'

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, রাশিয়া নতুন হামলায় ড্রোনও ব্যবহার করেছে। ইয়ারমাক বলেছেন, 'দুর্ভাগ্যবশত ইউক্রেনের উত্তর ও পূর্ব দিকে (ক্ষেপণাস্ত্র) আঘাত হেনেছে। এছাড়া দিনিপ্রোপেত্রোভেস্ক এবং কিরোভোরাড অঞ্চলেও হামলা হয়েছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রম্নদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রুখে দিতে সমর্থ হয়েছে।'

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চল লভিভের স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার লভিভে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে রুশ সেনারা। লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাকসাম কোজেৎস্কি বলেছেন, 'এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।' তবে তিনি জানিয়েছেন, ওই অবকাঠামোয় আগুন লেগেছিল। সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

এদিকে, রুশ সেনারা বর্তমানে তাদের অভিযান চালাচ্ছে ইউক্রেনের দোনবাস প্রদেশে। দোনবাসের লুহানস্ক ও দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সেসব জায়গায় পূর্ণশক্তি প্রয়োগ করে হামলা চালাচ্ছে তারা। বিশেষ করে দোনেৎস্কের বাখমুত শহরের দখল নিতে প্রাণপণ লড়াই করছে তারা। পশ্চিমা গোয়েন্দারা জানিয়েছেন, রুশ বাহিনী বাখমুতে ধীরে ধীরে সাফল্য পাচ্ছে। দোনবাস এখন রাশিয়ার মূল লক্ষ্য হলেও কয়েকদিন পরপরই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটির সেনাবাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে