সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
মূল কারণ চীন

রুশদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৩, ০০:০০

পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীনের অর্থনৈতিক সহযোগিতায় শক্ত অবস্থানে রয়েছে রাশিয়া। মূলত চীনের কারণেই রুশদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বড় কোনো প্রভাব পড়েনি। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা এই রিপোর্ট প্রকাশ করেন। সংবাদসূত্র : পার্স টুডে

রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রম্নয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্রে পরিণত হয়েছে চীন। বেইজিং মস্কোর জন্য নানা উপায়ে অর্থনৈতিক সমর্থন দেওয়ার চেষ্টা করছে, যাতে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব তেমন একটা না পড়ে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে চীন জ্বালানি আমদানি জোরদার করেছে এবং অপরিশোধিত তেল লেনদেনের ক্ষেত্রে ট্যাংকার এবং ইন্সু্যরেন্স সুবিধা দিচ্ছে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য চীন সম্ভবত সিভিলিয়ান-মিলিটারি সরঞ্জাম সরবরাহ করেছে, যা দুই খাতেই ব্যবহার করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে