সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মধ্য সেপ্টেম্বরে দেশে ফিরবেন নওয়াজ শরিফ!

যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

পার্লামেন্টারিয়ানের অযোগ্য ঘোষণার মেয়াদ বিষয়ক আইনের সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিলেও মধ্য সেপ্টেম্বরে দেশে ফিরছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শরিফ পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র অনলাইন জিও নিউজকে বলেছেন, এক মাসের মধ্যে লন্ডন থেকে পাকিস্তান আসবেন নওয়াজ শরিফ। এর অর্থ হলো মধ্য সেপ্টেম্বরের মধ্যে তিনি দেশে ফেরত আসতে পারেন। দু'মাস আগে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন নওয়াজ। সেই সফর শেষ করে অবিলম্বে পাকিস্তান ফিরতে তাকে পরামর্শ দিয়েছেন পারিবারিক আইনজীবীরা ও রাজনৈতিক মিত্ররা। তবে পরিবারের কিছু সদস্য তাকে পরামর্শ দিয়েছেন মধ্য সেপ্টেম্বরে ফিরতে। সূত্রটি বলেছেন, প্রায় চার বছর নির্বাসনের ইতি ঘটিয়ে পাকিস্তান ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরিফ। পাকিস্তান পরিস্থিতির উত্থান-পতন নিয়ে নিয়মিতভাবে তার সঙ্গে যোগাযোগ রাখছেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

সূত্র আরও বলেছেন, এক সপ্তাহের মধ্যে নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাবেন শেহবাজ শরিফ। আগামী তিন সপ্তাহের মধ্যে সেখানে যাওয়ার কথা আছে পিএমএলএনের সিনিয়র নেতা রানা সানাউলস্নাহ, খাজা আসিফ, জাভেদ লতিফ, সাদ রফিকি, পারভেজ রশিদ, ইরফান সিদ্দিকী ও অন্যদের। এসব আলোচনায় নওয়াজ শরিফের দেশে ফেরার সময় ঠিক করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে