রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
রাশিয়া সফর

কিমকে ক্ষেপণাস্ত্র দেখাল রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা!
যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি দেশটির আর্টিওম শহরে পৌঁছানোর পর শহরের ঠিক বাইরে ভস্নাদিভোস্তক বিমানবন্দরে যান। শুক্রবার সেখানে তাকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও অন্য সিনিয়র সামরিক কর্মকর্তারা রাশিয়ার পারমাণবিক সক্ষম কৌশলগত বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধবিমান দেখান। শোইগু কিম জং-উনকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র দেখান -আল-জাজিরা

রাশিয়ায় সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'কিনজাল' দেখিয়েছে রুশ কর্তৃপক্ষ। কিনজাল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কৌশলগত ও পারমাণবিক বোমারু বিমান পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। রাশিয়ার প্রিমর্সি্ক অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকো শনিবার ভস্নাদিভোস্তকের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে আর্টিওম শহরে কিমের আসার কথা জানিয়েছেন। কোজেমিয়াকো একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে- হাস্যোজ্জ্বল কিম তার ব্যক্তিগত, সাঁজোয়া ট্রেনে চড়ে এসেছেন এবং শিশুরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। সংবাদসূত্র : এএফপি, আল-জাজিরা

আর্টিওম শহরে পৌঁছানোর পর কিম শহরের ঠিক বাইরে ভস্নাদিভোস্তক বিমানবন্দরে যান। সেখানে তাকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও অন্য সিনিয়র সামরিক কর্মকর্তারা রাশিয়ার পারমাণবিক সক্ষম কৌশলগত বোমারু বিমান এবং অন্যান্য যুদ্ধবিমান দেখান। শোইগু কিম জং-উনকে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র দেখান। রুশ ভাষায় কিনজালের অর্থ 'ডাগার'- যা পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। তাছাড়া কিনজাল ৪৮০ কেজি পেলোড বহন করে এক হাজার ৫০০ থেকে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শব্দের চেয়ে ১০ গুণ গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। কিমকে কৌশলগত বোমারু বিমানের তিনটি মডেলও দেখানো হয়েছে-টিউ-১৬০, টিউ-৯৫ এবং টিউ-২২এমথ্রি। ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়া এই বিমানগুলো দিয়ে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে

উত্তর কোরিয়ার সেনারা!

এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা! সম্প্রতি এমন অভিযোগ উঠেছে। কিন্তু, রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন। উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার 'বাজে' গুজব বলে উড়িয়ে দিয়ে পুতিন বলেন, 'ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়া তার সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে বলে যে গুজব উঠেছে, তা মূলত একটি মিথ্যা অভিযোগ।'

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পরে সোচিতে একটি সংবাদ সম্মেলনে পুতিন বলেছিলেন, রাশিয়ার যথেষ্ট সংখ্যক নিজস্ব যোদ্ধা রয়েছে। যুদ্ধ ও সামরিক অভিযানের জন্য বাইরে থেকে লোকদের আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই। রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে (রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য) তিন লাখ মানুষ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাশিয়া সফর এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে- এমন পশ্চিমা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করে পুতিন বলেন, 'বিশ্বের সবচেয়ে বড় হুমকি আজকের শাসক গোষ্ঠীর দ্বারা তৈরি।' তিনি বলেন, 'তারা নিজেরাই এই কথা বলে। বেশ কয়েক বছর আগে একজন সাবেক (মার্কিন) প্রতিরক্ষা সচিব জনাব (রবার্ট) গেটস বলেন, তার মনে হয়- আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি সেই অঞ্চল থেকে এসেছে, যেখানে ক্যাপিটল বা হোয়াইট হাউস অবস্থিত।' রুশ প্রেসিডেন্ট বলেন, 'অতএব আমি আবারও জোর দিয়ে বলতে চাই, এটি সম্পূর্ণ বাজে কথা যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা।' তিনি আরও বলেন, 'উত্তর কোরিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের অবশ্যই প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে