রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাজা হলে ছেলে হান্টারকে ক্ষমা করবেন না বাইডেন

যাযাদি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ছেলে হান্টার বাইডেন ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে ক্ষমা করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এ কথা জানিয়েছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের। সংবাদসূত্র : ইয়াহু নিউজ

দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের সাজা হবে। প্রেসিডেন্ট বাইডেন তার ছেলের সাজা ক্ষমা বা কমিয়ে দেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে কারিন জিন পিয়ের এ কথা বলেন।

আদালতে হান্টার বাইডেন অভিযুক্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস স্পষ্টভাবে বলেছে, তাকে প্রেসিডেন্ট ক্ষমা করবেন না।

আগ্নেয়াস্ত্র মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে। মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকার ডেলাওয়্যার ফেডারেল আদালতে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা। তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণার দুই দিনের মাথায় আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হলেন ছেলে হান্টার বাইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে