সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের প্রেসিডেন্ট

যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

বন্দিদশা থেকে পালানোর চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচু্যত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্ষমতা দখল করা সামরিক জান্তা বাহিনী।

জান্তার একজন মুখপাত্র বলেন, সাবেক প্রেসিডেন্ট তার পরিবারের সদস্য, বাবুর্চি ও নিরাপত্তা কর্মীদের নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। তারা হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।

গত জুলাইয়ের শেষদিকে অভু্যত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। নিজের প্রাসাদেই বন্দি হন

প্রেসিডেন্ট বাজোম।

তারপর থেকে পরিবারের সদস্যসহ গৃহবন্দি হয়ে আছেন বাজোম। আঞ্চলিক শক্তিগুলো বাজোমকে মুক্ত করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে নাইজারের জান্তা বাহিনীকে নানা চাপ প্রয়োগ ও হুমকি-ধমকি দিলেও তাদের দমাতে পারেনি। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে