রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংস্কারের আহ্বান

যাযাদি ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ঘানার আক্রায় বুধবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন নিয়ে আয়োজিত মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। সেখানে ভবিষ্যতেও মিশন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তবে কিছু সংস্কার প্রস্তাবও করা হয়েছে। সংবাদসূত্র : এএফপি, ডিডাবিস্নউ নিউজ

৯১টি দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছিলেন। শান্তিরক্ষা মিশন নিয়ে এটি জাতিসংঘের পঞ্চম বৈঠক ছিল। প্রায় ৭৫ বছর আগে গঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত ১৫৮ দেশের ২০ লাখের বেশি শান্তিরক্ষী অংশ নিয়েছে। তারা ৭১টি মিশনে কাজ করেছে।

অবশ্য অতীতে মিশনগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন সুনামের ক্ষতি, অবিশ্বাস ইত্যাদি। মালি ও ডিআর কঙ্গোতে মিশনগুলো তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং অনেক সময় তাদের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ উঠেছে। তাই এই দুই দেশই মিশন বাতিলের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে মালি থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।

শান্তিরক্ষা মিশন সংক্রান্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ্য-পিয়ের লাক্রোয়া বলেন, মিশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল। তাই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো যে মিশনের প্রতি সমর্থন জানিয়েছে, সেটা প্রয়োজন ছিল। কারণ বিশ্বে বিভক্তি বাড়ছে, বহুগুণে বাড়ছেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে