রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
পাঠক মত

আগুন পোহানো এবং গরম পানি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন

জুবায়েদ মোস্তফা
  ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় ঋতুর পালাবদল। গ্রীষ্ম, বর্ষা ও শীত এই ঋতুগুলোর স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয় জনমনে। এখন শীতের আবহ কাবু করে রেখেছে প্রকৃতিকে। কুয়াশার চাদরে মোড়ানো সুন্দর শীতের সকাল শীতের অস্তিত্বকে জানান দেয়, আবার কখনো কখনো শৈত্যপ্রবাহ সূর্যকে আড়ালে রেখে দেয়। এই শীতে একটু উষ্ণতার খোঁজে কত কিছুই না করে। যেমন- লাখ লাখ মাইল দূরে থেকে সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখিরা এসেছে একটু উষ্ণতার খোঁজে। এখানে পিছিয়ে নেই মানুষও। কম্বল মোড়ানো, শীতের কাপড় গায়ে জড়ানো তো নিজেকে উষ্ণ রাখার প্রতিচ্ছবি। কখনো বা তীব্র রোদে পুড়তেও ভীষণ আরাম পায়। এসব করার পিছনে মূল পটভূমি নিজেকে শীতের ধূম্রজাল থেকে সুরক্ষিত রাখা। এর জন্য মানুষ মাঝেমধ্যে ভুল পথে হাঁটে। বিশেষ করে গ্রামীণ নারীদের দেখা যায় উষ্ণতার লোভে পাতিলে করে আগুন পোহাতে, কিন্তু হয়ে যায় হিতের বিপরীত। ঘুম ঘুম চোখে কিংবা অবচেতন অবস্থায় শাড়ির আঁচল বা চাদরে আগুনের ফুলকি স্পর্শ করে। কেউ কেউ অনেক কষ্ট করে ফিরে আসে আবার কেউ মৃতু্য ঠেকাতে ব্যর্থ হয়। অতিরিক্ত আরামের জন্য গরম পানি ও বিপদ বয়ে আনে। গরম গরম বহন করার সময় ভুলে গায়ে নিক্ষেপ হওয়া, অথবা অসাবধানতাবশত অতিরিক্ত গরম পানি গাঁয়ে লেগে ঝলসে যাওয়া। তাই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে।

জুবায়েদ মোস্তফা

শিক্ষার্থী

লোকপ্রশাসন বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে