শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানারাত ভার্সিটিতে ভর্তি ফি ও টিউশন ফিতে ছাড়

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের জন্য ভর্তি ফিতে বিশেষ ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি ফিতে ৫০ শতাংশ ও ফল সেমিস্টারের জন্য টিউশন ফির ওপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ছাড়ের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফির ওপর যথারীতি ৫ থেকে ১০০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের ২টায় মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফিতে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধার সন্তান এবং গরিব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া ইইই (দিবা ও সান্ধ্যকালীন), সিএসই (সান্ধ্যকালীন), এলএলবি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এমবিএ এবং এমএ ইন ইংলিশ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের আওতায় চার বছরের জন্য নির্ধারিত নূ্যনতম টিউশন ফিতে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা।

উলেস্নখ্য, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া ও গুলশান ক্যাম্পাসের ভর্তি অফিস। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা সরাসরি এসে ভর্তি হওয়া ছাড়াও অনলাইনে ভর্তি হতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যোগাযোগের নম্বর ০১৮১৯২৪৫৮৯৫, ০১৭৮০৩৬৪৪১৪ ও ০১৭৮০৩৬৪৪১৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112067 and publish = 1 order by id desc limit 3' at line 1