শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২১ অক্টোবর ২০২০, ০০:০০
অটিস্টিক শিশু

আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় :৭

প্রশ্ন : মানবাধিকার কী?

উত্তর : মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারই হলো মানবাধিকার।

প্রশ্ন : মানবাধিকার কী করতে সাহায্য করে?

উত্তর : মানবাধিকার মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।

প্রশ্ন : আমাদের সমাজে কোন কোন ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়?

উত্তর : আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি, চাকরির ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়।

প্রশ্ন : মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় কী?

উত্তর : মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের বিভিন্ন কাজে অংশগ্রহণ করা উচিত।

প্রশ্ন : জাতিসংঘ কবে মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে?

উত্তর : ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে।

প্রশ্ন : মানবাধিকার বলতে কী বোঝায়?

উত্তর : সব মানুষের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার।

প্রশ্ন : শিক্ষা মানুষের কোন ধরনের অধিকার?

উত্তর : শিক্ষা মানুষের মৌলিক অধিকার।

প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নে সরকার কী করতে পারে?

উত্তর : সরকার মানবাধিকার আদায়ে এবং এর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং এগুলো আইন হিসেবে রাষ্ট্রে প্রয়োগ করতে পারে।

প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নে সমাজ কী করতে পারে?

উত্তর : সমাজ মানবাধিকার প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারে। অধিকাংশ মানবাধিকার সামাজিক অধিকারের সঙ্গে সম্পর্কিত বিধায় সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রশ্ন : মানবাধিকার বাস্তবায়নে মানুষ কী করতে পারে?

উত্তর : মানুষ মানবাধিকার বিষয়ে সচেতন হতে পারে। নিজের অধিকার উপভোগের পাশাপাশি অন্যকে অধিকার ভোগ করার সুযোগ দিতে পারে।

প্রশ্ন : মানবাধিকার আদায়ে তুমি কী করতে পার?

উত্তর : মানবাধিকার সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং প্রয়োগের অনুশীলন করতে পারি।

প্রশ্ন : সমাজের সদস্য হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের প্রয়োজন কেন?

উত্তর : সমাজের সদস্য হিসেবে আমাদের সবার সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। এ জন্য আমাদের কিছু সুযোগ-সুবিধা প্রয়োজন হয়।

প্রশ্ন : অটিস্টিক শিশুদের দলে কাজ করতে কেন অসুবিধা হয়?

উত্তর : অন্যের স্পর্শে অটিস্টিক শিশুরা আঁতকে ওঠে বলে, দলে কাজ করতে তাদের অসুবিধা হয়।

প্রশ্ন :অটিস্টিক শিশুরা কী ধরনের প্রতিভার অধিকারী হয়?

উত্তর :অটিস্টিক শিশুরা চমৎকার প্রতিভার অধিকারী হয় যেমন- ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া।

প্রশ্ন : অটিস্টিক শিশু কোন কোন ক্ষেত্রে সংবেদনশীল থাকে?

উত্তর : অটিস্টিক শিশু আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<115931 and publish = 1 order by id desc limit 3' at line 1