শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ০১ জুলাই ২০২২, ০০:০০

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কাজী নজরুল ইসলাম আমৃতু্য কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন?

ক. অন্যায় ও শোষণ খ. সমাজতন্ত্র

গ. রাষ্ট্রব্যবস্থা ঘ. ব্রিটিশ সরকার

সঠিক উত্তর : ক. অন্যায় ও শোষণ

২. 'আমায় পথ দেখাবে আমার সত্য।'-এ সত্য বলতে প্রাবন্ধিক কোন সত্যকে বুঝিয়েছেন?

ক. অন্তরের খ. জীবনের

গ. সমাজের ঘ. বাইরের

সঠিক উত্তর : ক. অন্তরের

নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম

সে কখনো করে না বঞ্চনা।

৩. আমার পথ প্রবন্ধের যে বাক্য উদ্দীপকের বাক্যটির প্রতিনিধিত্ব করে তা হলো-

র. আমার পথ দেখাবে সত্য

রর. নমস্কার করছি সত্যকে

ররর. এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪. উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো-

র. সত্যই সুন্দর

রর. সত্যই মুক্তির পথ

ররর. সত্য আলোর দিশারী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৫. 'ধূমকেতু' কোনটিকে ধারণ করবে?

ক. ধ্বংস খ. সাম্য

গ. সত্য ঘ. ন্যায়-নীতি

সঠিক উত্তর : গ. সত্য

৬. কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন?

ক) তারুণ্যকে খ) সত্যকে

গ) রাজভয়কে ঘ) লোকভয়কে

সঠিক উত্তর : খ) সত্যকে

৭. ভুলের মধ্যদিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?

ক) বারবার ভুল করার মাধ্যমে

খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

গ) ভুল চেপে রাখার মাধ্যমে

ঘ) প্রাণ খুলে ভুল স্বীকার করার মাধ্যমে

সঠিক উত্তর : খ) ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে

৮. 'আমার পথ' প্রবন্ধে নিচের কোনটিকে বিপথ বলা হয়েছে-

ক. সত্যবিরোধী পথকে খ. ভয়ের পথকে

গ. লাঞ্ছনার পথকে ঘ. নিপীড়নের পথকে

সঠিক উত্তর : ক. সত্যবিরোধী পথকে

৯. কাকে চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে?

ক. বিশ্বকে খ. জীবনকে

গ. সময়কে ঘ. নিজেকে

সঠিক উত্তর : ঘ. নিজেকে

১০. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে মানুষ কোনটিকে অস্বীকার করে ফেলে?

ক. নিজের পৌরুষ খ. নিজের মর্যাদা

গ. নিজের বিবেক ঘ. নিজের সত্য

সঠিক উত্তর : ঘ. নিজের সত্য

১১. মহাত্মা গান্ধী ভারতবাসীকে কী শেখাচ্ছিলেন?

ক. স্বাবলম্বন খ. সত্যবাদিতা

গ. শৃঙ্খলা ঘ. নিয়মানুবর্তিতা

সঠিক উত্তর : ক. স্বাবলম্বন

১২. ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?

ক) সত্য খ) মিথ্যা

গ) ভয় ঘ) জ্ঞান

সঠিক উত্তর : ক) সত্য

১৩. কোনটিকে সবচেয়ে বড় দাসত্ব বলে?

ক. পরাবলম্বন খ. গোলামি

গ. ব্যক্তিত্বহীনতা ঘ. পরাধীনতা

সঠিক উত্তর : ক. পরাবলম্বন

১৪. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?

ক. আত্মা খ. সত্য

গ. অস্তিত্ব ঘ. কর্ণধার

সঠিক উত্তর : ক. আত্মা

১৫. আত্মাকে চেনা আর যাই হোক কী নয়?

ক. ছলচাতুরী খ. ছলনা

গ. ভন্ডামি ঘ. মিথ্যাচার

সঠিক উত্তর : গ. ভন্ডামি

১৬. এ 'ধূমকেতু' কী আনবে না?

ক. বিনষ্ট খ. ধ্বংস

গ. দুঃখ ঘ. ঝগড়া-বিবাদ

সঠিক উত্তর : ঘ. ঝগড়া-বিবাদ

১৭. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কোন ব্যক্তি বাহিরে ভয় পায়?

ক. যার ভেতরে ভয় খ. যে পরাধীন

গ. যে মূর্খ গ. যে অত্যাচারী

সঠিক উত্তর : ক. যার ভেতরে ভয়

১৮. এ দেশের কিসে পচন ধরেছে?

ক. শিরায় শিরায় খ. রন্ধ্রে রন্ধ্রে

গ. নাড়িতে নাড়িতে ঘ. দেহ-মনে

সঠিক উত্তর : গ. নাড়িতে নাড়িতে

১৯. আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী?

ক. নিজেকে চেনা খ. অপরকে চেনা

গ. মিথ্যাকে চেনা ঘ. ভয়কে চেনা

সঠিক উত্তর : ক. নিজেকে চেনা

২০. 'মেকি' শব্দের অর্থ কী?

ক. অসমান খ. অসরল

গ. মিথ্যা ঘ. ছলনা

সঠিক উত্তর : গ. মিথ্যা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে