সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ আগস্ট ২০২৩, ০০:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো চালু হয়েছে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এ প্রোগ্রামে আবেদনকারী শিক্ষার্থীদের ২৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামে সর্বমোট ২৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ই'তে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের মেধার ভিত্তিতে ৪০ জন শিক্ষার্থীকে এ প্রোগ্রামে ভর্তি করানো হবে। লিখিত পরীক্ষার ফলাফল ৬ আগস্ট ঘোষণা করা হবে। ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস পস্নাস প্রোগামের অধীনে দেশে প্রথমবারের মতো শাবিপ্রবি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট এমবিএ প্রোগ্রাম চালু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে