সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অলোক আচার্য, সহকারী শিক্ষক, পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়া, পাবনা
  ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

৩৩। বাংলাদেশে অনেক গুরুত্বপূণথস্থান রয়েছে।

উত্তর : ঐতিহাসিক

৩৪। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়থ।

উত্তর : অবস্থিত

৩৫। পাহাড়পুরে ১৭৭টিথ রয়েছে।

উত্তর : ভিক্ষুকক্ষ

৩৬। ময়নামতি হলোথসভ্যতার কেন্দ্র।

উত্তর : বৌদ্ধ

৩৭। প্রাচীন বাংলার মুসলমানদের রাজধানী ছিলথ।

উত্তর : সোনারগাঁও

৩৮। বর্তমানে লালবাগ কেলস্নাথহিসেবে ব্যবহৃত হচ্ছে।

উত্তর : জাদুঘর

৩৯। লালবাগ কেন্দ্রটিথইটের তৈরি।

উত্তর : সম্পূর্ণ

৪০। আহসান মঞ্জিল বাংলার নবাবদেরথছিল।

উত্তর : রাজপ্রাসাদ

৪১। বাংলাদেশ মূলত একটিথদেশ।

উত্তর : কৃষিপ্রধান

৪২। বাংলাদেশ একটিথব-দ্বীপ অঞ্চল।

উত্তর : উর্বর

৪৩। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেরইথচাষ হয়।

উত্তর : ধান

৪৪। বাংলাদেশে ক্রমেই গমথপ্রসার ঘটছে।

উত্তর : চাষের

৪৫। আমাদের দেশে তিনথধান চাষ হয়।

উত্তর : ধরনের

৪৬। অড়হর এক জাতেরথনাম।

উত্তর : ডালের

৪৭। আলু চাষের জন্য উর্বরথওথমাটি প্রয়োজন।

উত্তর : দোআঁশ ও বেলে

৪৮। বাদাম থেকেথহয়।

উত্তর : তেল

৪৯। খাবারকে সুস্বাদু করতেথব্যবহার করা হয়।

উত্তর : মসলা

৫০। দেশে মসলারথরয়েছে।

উত্তর : ঘাটতি

৫১। পাট হলো আমাদেরথঅর্থকরী ফসল।

উত্তর : প্রধান

৫২। পাটকেথবলা হয়।

উত্তর : সোনালী আঁশ

৫৩। আমাদেরথপাট চাষের জন্য বিশেষ উপযোগী।

উত্তর : জলবায়ু

৫৪। পঞ্চগড় জেলায় বেশিথচাষ হয়।

উত্তর : চা

৫৫। চা এক ধরনেরথফসল।

উত্তর : অর্থকরী

৫৬। থমানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

উত্তর : তামাক

৫৭। তামাক সবচেয়ে বেশি জন্মেথজেলায়।

উত্তর : রংপুর

৫৮। জামদানি এ দেশেরথশাড়ির নাম।

উত্তর : ঐতিহ্যবাহী

৫৯। এ দেশের মসলিন কাপড়থছিল।

উত্তর : জগৎ বিখ্যাত

৬০। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হলোথ।

উত্তর : পোশাক শিল্প

৬১। পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও থ কাজ করে।

উত্তর : পুরুষ

৬২। ঘোড়াশালেথকারখানা অবস্থিত।

উত্তর : সার

৬৩। কুটির শিল্প হলোথপরিসরে করা শিল্প।

উত্তর : ক্ষুদ্র

৬৪। ঢাকার ধামরাইথশিল্পের জন্য বিখ্যাত।

উত্তর : কাঁসা

৬৫। ফুলদানি তৈরিতেথব্যবহার করা হয়।

উত্তর : মাটি

৬৬। বাংলাদেশের অর্থনীতিথ।

উত্তর : কৃষিনির্ভর

৬৭। অধিক জনসংখ্যা মানুষেরথচাহিদার ওপর চাপ সৃষ্টি করে।

উত্তর : মৌলিক

৬৮। গৃহহীন মানুষথখোঁজে শহরে চলে আসছে।

উত্তর : কাজের

৬৯। শহরের ফুটপাতেথমানুষ বসবাস করে।

উত্তর : ছিন্নমূল

৭০। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলোথজনশক্তি।

উত্তর : দক্ষ

৭১। বাংলাদেশের রয়েছেথ।

উত্তর : জনশক্তি

৭২। আমাদেরথমান উন্নত করতে হবে।

উত্তর : শিক্ষার

৭৩। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজেরথদেওয়া হয়।

উত্তর : প্রশিক্ষণ

৭৪। শতভাগ সাক্ষরতারথনিশ্চিত করতে হবে।

উত্তর : হার

৭৫। আমাদের আমদানিরথরপ্তানির পরিমাণ বাড়াতে হবে।

উত্তর : তুলনায়

৭৬। আবহাওয়া হলো স্বল্প সময়েরথতাপমাত্রা।

উত্তর : গড়

৭৭। পৃথিবীর গড়থবৃদ্ধি পাচ্ছে।

উত্তর : তাপমাত্রা

৭৮। ক্রমেই ভূ-গর্ভস্থ পানিরথনিচে নেমে যাচ্ছে।

উত্তর : স্তর

৭৯। বাংলাদেশে অসংখ্যথরয়েছে।

উত্তর : নদ-নদী

৮০। মানুষ উদ্বাস্তু হওয়ার একটি কারণ হলোথ।

উত্তর : নদীভাঙন

৮১। নদী থেকে বালিথনদীভাঙনের একটি কারণ

উত্তর : উত্তোলন

৮২। নদীভাঙনথওথকারণে হয়।

উত্তর : মানবসৃষ্ট ও প্রাকৃতিক

৮৩। দীর্ঘকাল বৃষ্টি না হলেথহয়।

উত্তর : খরা

৮৪। খরার ফলে নদী, পুকুর, খাল ও বিলথ যায়।

উত্তর : শুকিয়ে

৮৫। খরায় খাবার পানিরথদেখা দেয়।

উত্তর : অভাব

৮৬। বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ এলাকাকেথভাগে ভাগ করা হয়।

উত্তর : তিন

৮৭। ভূমিকম্প চলাকালীনথথাকতে হবে।

উত্তর : শান্ত

৮৮। বড় ধরনের ভূমিকম্পের পরথওথহওয়ার সম্ভাবনা থাকে।

উত্তর : সুনামি ও বন্যা

৮৯। প্রতিটি মানুষথস্বাধীন।

উত্তর : জন্মগতভাবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে