সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ' শীর্ষক জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে ৩ আগস্ট তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সম্মেলনে ১৭টি সেশনে ৮৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এতে দেশ-বিদেশ থেকে শতাধিক শিক্ষক, গবেষক, সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবীরা অংশ নিয়েছেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে আছে মাতৃ ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, রোগব্যাধি ও ব্যবস্থাপনা, বায়োইনফরমেটিকস, স্বাস্থ্য অর্থনীতি, পরিবেশগত স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ছোঁয়াচে ও অছোঁয়াচে রোগসহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের হেলথ রিসার্চ গ্রম্নপ এ সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মো. সাবিরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক অধ্যাপক মো. গোলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক সাহেদ জামান ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম। এতে স্বাগত বক্তৃতা করেন অধ্যাপক মনিমুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে