মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

১৩৯. কত সালে প্রথম এইডস রোগ ধরা পড়ে?

ক) ১৯৮১ সালে খ) ১৯৮৫ সালে

গ) ১৯৮৮ সালে ঘ) ১৯৯০ সালে

উত্তর:ক) ১৯৮১ সালে

১৪০. এইডস বিশ্বের অন্যতম বাহন কোনটি?

ক) বায়ু খ) রক্ত

গ) পানি ঘ) ভাইরাস

উত্তর:খ) রক্ত

১৪১. এইডসকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক) সামাজিক দুর্যোগ খ) রাষ্ট্রীয় হুমকি

গ) মহামারি ঘ) সংক্রামক রোগ

উত্তর:ঘ) সংক্রামক রোগ

১৪২. এইডস আক্রান্ত রোগীর-

র. কর্মক্ষমতা কমে যায়

রর. অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়

ররর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ক) র ও রর

১৪৩. সংক্রামক রোগ কোনটি?

ক) ডায়রিয়া খ) এইডস

গ) টাইফয়েড ঘ) ক্যানসার

উত্তর:খ) এইডস

১৪৪. ঐওঠ-এর পূর্ণরূপ কী?

ক) ঐঁসধহ ওসসঁহড়ফবভরপরবহপু ঠরৎঁং

খ) ঐঁসধহ ওসসঁহবফবভরপরবহপু ঠরৎঁং

গ) ঐঁসধহ ওসসঁহফবভরপরবহপু ঠরৎঁং

ঘ) ঐঁসধহ ওসসঁহব ফবভরপরবহপু ঠরৎঁং

উত্তর:ক) ঐঁসধহ ওসসঁহড়ফবভরপরবহপু ঠরৎঁং

১৪৫. 'বিশ্ব এইডস দিবস' পালিত হয় কোন তারিখে?

ক) ৫ জুন খ) ৭ এপ্রিল

গ) ১ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর

উত্তর:গ) ১ ডিসেম্বর

১৪৬. 'জবধফরহম :ড় ঝড়পরধষ চৎড়নষবস' গ্রন্থটির লেখক কে?

ক) উলফ খ) সি এম কেস

গ)র্ যাগনার নার্কস ঘ) গিলিন এবং গিলিন

উত্তর:ক) উলফ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪৭ ও ১৪৮নং প্রশ্নের উত্তর দাও।

'ক' দেশ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। দুর্যোগের কবলে পড়ে হাজার হাজার মানুষ নিঃস্ব অসহায় অবস্থায় দিন যাপন করছে। এরকম অবস্থার জন্য মানুষের দায় আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

১৪৭. 'ক' দেশের এমন পরিস্থিতি সৃষ্টির কারণ কী?

ক) অতিরিক্ত জনসংখ্যা

খ) সামাজিক সচেতনতার অভাব

গ) নিরক্ষরতা

ঘ) জলবায়ু পরিবর্তন

উত্তর:ঘ) জলবায়ু পরিবর্তন

১৪৮. 'ক' দেশকে বিপন্ন করার ক্ষেত্রে দায়ী-

র. এ দেশের ভৌগোলিক অবস্থান

রর. প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি

ররর. প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:খ) র ও ররর

১৪৯. যৌতুক প্রথা দূরীকরণের সমাজকর্মীর ভূমিকা হলো-

র. যৌতুক থেকে নিজেকে দূরে রাখা

রর. প্রচার অভিযান করা

ররর. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আইনগত সহায়তা দান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

১৫০. ঐওঠ ভাইরাস ছড়ায়-

র. লালার মাধ্যমে রর. রক্তের মাধ্যমে ররর. মায়ের দুধের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:গ) রর ও ররর

১৫১. ছদ্মবেশী বেকার হলো-

ক) গোপনে কাজ করা

খ) নিম্নআয়ের কাজ করা

গ) কাজের অনুসন্ধান না করা

ঘ) অতিরিক্ত শ্রমিক হিসেবে কাজ করা

উত্তর: ঘ) অতিরিক্ত শ্রমিক হিসেবে কাজ করা

১৫২. সুষম খাদ্য হলো-

ক) সকল প্রকার খাদ্য উপাদানের সুষম পরিমাপ

খ) সকল প্রকার খাদ্য উপাদানের অধিক পরিমাণ

গ) সকল প্রকার খাদ্য উপাদানের ঘাটতি

ঘ) সকল প্রকার খাদ্য উপাদানের সাধারণ পরিমাণ

উত্তর:ক) সকল প্রকার খাদ্য উপাদানের সুষম পরিমাপ

১৫৩. বাংলাদেশের সর্বশেষ বাল্যবিবাহ নিরোধ আইন কবে প্রণীত হয়?

ক) ১৯৮৯ সালে খ) ২০১১ সালে

গ) ২০১৩ সালে ঘ) ২০১৭ সালে

উত্তর:ঘ) ২০১৭ সালে

১৫৪. চঊগ কী?

ক) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

খ) চৎড়ঢ়বৎ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

গ) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষধফলঁংঃসবহঃ

ঘ) চবৎভবপঃ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

উত্তর:ক) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

১৫৫. আদর্শ প্রোটিন কোনটি?

ক) মায়ের দুধ ও ডিম খ) মধু

গ) কলা ঘ) মাছ

উত্তর:ক) মায়ের দুধ ও ডিম

১৫৬. বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কত তারিখে?

ক) ২ মার্চ খ) ৩১ মে

গ) ৫ জুন ঘ) ২ এপ্রিল

উত্তর:খ) ৩১ মে

১৫৭. 'গোল্ডেন ট্রায়াঙ্গল' কোন অঞ্চল নিয়ে গঠিত?

ক) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

খ) ইরান, পাকিস্তান ও আফগানিস্তান

গ) ভারত, নেপাল ও বাংলাদেশ

ঘ) চীন, জাপান ও তাইওয়ান

উত্তর:খ) ইরান, পাকিস্তান ও আফগানিস্তান

১৫৮. কোন আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার স্বীকৃত নয়?

ক) মুসলিম আইনে খ) হিন্দু আইনে

গ) ফৌজদারি আইনে ঘ) সাধারণ আইনে

উত্তর:খ) হিন্দু আইনে

১৫৯. কোন ধর্মে যৌতুক প্রদান করা বিবাহ প্রথার একটি অংশ?

ক) ইসলাম ধর্মে খ) খ্রিষ্টধর্মে

গ) বৌদ্ধধর্মে ঘ) হিন্দু ধর্মে

উত্তর:ঘ) হিন্দু ধর্মে

১৬০. বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত?

ক) ১৬ বছর খ) ১৭ বছর

গ) ১৮ বছর ঘ) ২০ বছর

উত্তর: ঘ) ২০ বছর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে