শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

২৩. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

উত্তর :ক. দুই

২৪. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?

ক. জিরার খ. লেখকের গৃহভৃত্য

গ. লেখকের বন্ধু ঘ. লেখকের বাড়িওয়ালা

উত্তর :খ. লেখকের গৃহভৃত্য

২৫. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?

ক. জিরারের খ. আবদুর রহমানের

গ. মুজতবা আলীর ঘ. খাজামোলস্নার

উত্তর :খ. আবদুর রহমানের

২৬. আবদুর রহমান উচ্চতায় কত ফুট?

ক. চার ফুট খ. পাঁচ ফুট

গ. ছয় ফুট ঘ. সাত ফুট

উত্তর :গ. ছয় ফুট

২৭. দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?

ক. আবদুর রহমানের হাতের

খ. আবদুর রহমানের হাতের আঙুল

গ. আবদুর রহমানের কান

ঘ. আবদুর রহমানের পায়ের আঙুল

উত্তর : খ. আবদুর রহমানের হাতের আঙুল

২৮. আবদুর রহমানের পায়ের সাইজ কীসের মতো?

ক. গাড়ির মতো

খ. ডিঙি নৌকার মতো

গ. রিলিফ ম্যাপের মতো

ঘ. পান্তুয়ার মতো

উত্তর : খ. ডিঙি নৌকার মতো

২৯. 'আমীর আবদুর রহমান' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?

ক. বাদশা আবদুর রহমান

খ. প্রভু আবদুর রহমান

গ. রাগী আবদুর রহমান

ঘ. কাজের লোক আবদুর রহমান

উত্তর : ক. বাদশা আবদুর রহমান

৩০. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন?

ক. আরবের

খ. বাংলাদেশের

গ. আফগানিস্তানের

ঘ. লন্ডনের

উত্তর : গ. আফগানিস্তানের

৩১. 'টাঙা' কী?

ক. চাঁদোয়া খ. মশারি

গ. কাঠের বাড়ি ঘ. দুই চাকার গাড়ি

উত্তর : ঘ. দুই চাকার গাড়ি

৩২. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?

ক. গ্রীষ্ম-বর্ষা খ. বর্ষা-হেমন্ত

গ. শীত-গ্রীষ্ম ঘ. শীত-বসন্ত

উত্তর : গ. শীত-গ্রীষ্ম

৩৩. রুজ কী?

ক. গাল রাঙানোর প্রসাধনী খ. চোখে মাখার প্রসাধনী

গ. গায়ে মাখার প্রসাধনী ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী

উত্তর : ক. গাল রাঙানোর প্রসাধনী

৩৪. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?

ক. ঝগড়া করেছিল

খ. নিচের দিকে তাকিয়েছিল

গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত

ঘ. অলসভাবে বসে থাকতে

উত্তর : খ. নিচের দিকে তাকিয়েছিল

৩৫. 'ওরভোয়া' কী ভাষার শব্দ?

ক. আরবি খ. ফারসি

গ. ফরাসি ঘ. উর্দু

উত্তর : খ. ফারসি

৩৬. 'গুরুজনদের দিকে তাকাতে নেই' এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে?

ক. কুসংস্কার খ. ভয়

গ. আশঙ্কা ঘ. সংস্কার

উত্তর : ঘ. সংস্কার

৩৭. পান্তুয়া কীসের সঙ্গে তুলনীয়

ক. আবদুর রহমানের চোখ

খ. আবদুর রহমানের মাথা

গ. আবদুর রহমানের আঙুল

ঘ. আবদুর রহমানের বুক

উত্তর : ক. আবদুর রহমানের চোখ

৩৮. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়?

ক. ভীম সেন খ. লক্ষ্ণণ সেন

গ. বলস্নাল সেন ঘ. অমল সেন

উত্তর : ক. ভীম সেন

৩৯. লোকটা ভীম সেনের মতো রান্না তো করবেই- লোকটা কে?

ক. অধ্যক্ষ জিরার খ. আবদুর রহমান

গ. মুনির রহমান ঘ. খাজা মোলস্না

উত্তর : খ. আবদুর রহমান

৪০. আবদুর রহমান আগে কোথায় ছিল?

ক. জাহাজে খ. জেলে

গ. পল্টন ঘ. কাবুলে

উত্তর : গ. পল্টন

৪১. পল্টন আবদুর রহমান কীসের চার্জে ছিল?

ক. বাড়ির খ. বিদ্যালয়ের

গ. অফিসের ঘ. মেসের

উত্তর : ঘ. মেসের

৪২. কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে?

ক. এক মাস খ. দুই মাস

গ. তিন মাস ঘ. চার মাস

উত্তর : ক. এক মাস

৪৩. রাইফেল চালাতে পারো-উক্তিটি কার?

ক. অধ্যক্ষ জিরারের খ. আবদুর রহমানের

গ. লেখকের ঘ. কাবুলের মন্ত্রীর

উত্তর : গ. লেখকের

৪৪. ফালুদা বানাতে কী লাগে?

ক. কাঁচা লঙ্কা খ. জিরা

গ. চাল ঘ. বরফ

উত্তর : ঘ. বরফ

৪৫. কোন পাহাড় থেকে বরফ আনা হয়?

ক. কাবুল পাহাড় খ. খাইবার পাহাড়

গ. পাগমানের পাহাড় ঘ. দার্জিলিংয়ের পাহাড়

উত্তর : গ. পাগমানের পাহাড়

৪৬. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?

ক. গ্রীষ্মকালে খ. শীতকালে

গ. বসন্তকালে ঘ. শরৎকালে

উত্তর : খ. শীতকালে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে