শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সা ক্ষা ৎ কা র

অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি

প্রায় ছয় মাস নাট্যমঞ্চ বন্ধ থাকার পর নাটক মঞ্চস্থ করতে চলেছে নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশের প্রথম সারির নাট্যসংগঠন প্রাঙ্গণেমোরের অষ্টম প্রযোজনা 'আওরঙ্গজেব'। আলোচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটক ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
অনন্ত হিরা

বিরতির পর মঞ্চে 'আওরঙ্গজেব'...

করোনার কারণে মঞ্চে ছয় মাস প্রদর্শনী বন্ধ ছিল। অবশ্য এর মধ্যে দুইটি নাটকের মঞ্চায়ন হলেও অধিকসংখ্যক শিল্পী নিয়ে এটাই কোনো নাটকের প্রথম মঞ্চায়ন। 'আওরঙ্গজেব' নাটকটিতে মোট ২২ জন শিল্পী অভিনয় করবেন। এটি প্রাঙ্গণেমোর দলের অষ্টম প্রযোজনা ও ৪৫তম মঞ্চায়ন।

কী আছে নাটকে...

যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতিতে নিষ্ঠুরতা, ধর্মের ব্যবহার বা যেকোনো অমানবিক কাজের বিরুদ্ধে বার্তা দিত 'আওরঙ্গজেব'। মসনদ আর রাষ্ট্র ক্ষমতার লড়াই যুগে যুগে একই বৃত্তে ঘুরতে থাকে। এসবকে ঘিরেই 'আওরঙ্গজেব' মঞ্চনাটকের কাহিনী। নাটকটির রচয়িতা মোহিত চট্টোপাধ্যায় এবং এর নির্দেশনা আমার।

নতুন প্রযোজনায় প্রাঙ্গণেমোর...

এ পর্যন্ত ১৪টি নাটক মঞ্চে এনেছে 'প্রাঙ্গণেমোর'। আরও দুইটি নতুন নাটক নিয়ে কাজ করছে। এর একটির নাম 'মেজর'। এর রচনা ও নির্দেশনা আমার। নভেম্বরে প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। অন্যটি 'পতাকা পাগল'। এটিও আমার রচনা, নির্দেশনা দেবেন নুনা আফরোজ। ডিসেম্বরে মঞ্চায়ন হবে।

অসহায় নাট্যকর্মীদের পাশে...

করোনা দুর্যোগে আমরা সাধ্যানুযায়ী মঞ্চকর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্নভাবে সহযোগিতা করেছি। দলের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে আমি-নুনা নাট্যকর্মীদের আর্থিকভাবেও সাহায্য করেছি। নিজ দলের বাইরেও নাট্যকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। দলের কেউ কেউ শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছিল তাদের আবার ফিরিয়ে এনেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112368 and publish = 1 order by id desc limit 3' at line 1