শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের সাহায্যার্থে স্বপ্নদলের 'চিত্রাঙ্গদা'

মবিনোদন রিপোর্ট
  ২৮ জুন ২০২২, ০০:০০

বন্যার্তদের সাহায্যার্থে দেশ-বিদেশের প্রশংসিত নাটক 'চিত্রাঙ্গদা'র বিশেষ মঞ্চায়নের আয়োজন নাট্যসংগঠন স্বপ্নদল। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রদর্শিত হবে নাটকটি। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি 'চিত্রাঙ্গদা'র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২ সালে কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে 'চিত্রাঙ্গদা' রচনা করেন। প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পান্ডুলিপি অবলম্বনে। নাটকটিতে অভিনয় করছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, রানা, জেবু, হ্যাপী, সামাদ, ঊষা, হাসান, আলী, বিপুল, নিসর্গ, সুমাইয়া, মাসুদ, সুকুমার, টিটু, বিমল, অনিন্দ্য প্রমুখ।

প্রসঙ্গত, 'চিত্রাঙ্গদা' প্রদর্শনীর অগ্রিম টিকিট ক্রয় এবং ব্যক্তিগতভাবে বন্যাদুর্গতদের সহায়তা প্রদানের জন্য স্বপ্নদলের সঙ্গে (০১৭১৮ ৯০২০১৮) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে